Ajker Patrika

সিঙ্গাপুরে ফুল-ফ্রি স্কলারশিপ

মুসাররাত আবির
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১০: ৩৮
সিঙ্গাপুরে ফুল-ফ্রি স্কলারশিপ

সিঙ্গাপুর দ্বীপরাষ্ট্রটি আয়তনে অনেক ছোট হলেও এর জীবনযাত্রা ও শিক্ষার মান অনেক উন্নত। দেশটি ছোট হলেও এ দেশের প্রকৌশল শিক্ষার জন্য দুটি বিশ্ববিদ্যালয় শুধু এশিয়া না, বিশ্বের সেরা ২০-এর তালিকায় আছে। প্রতিষ্ঠান দুটি হলো ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর ও ন্যাশনাল টেকনোলজি ইউনিভার্সিটি। এই দুই ইউনিভার্সিটিসহ সিঙ্গাপুরে মোট ৬টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ব্যবসায় শিক্ষার জন্য অন্যতম হলো সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি।

এ দেশের নীতিনির্ধারকদের মতে, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যে পরিমাণ যোগ্য পেশার মানুষ দরকার, তা শুধু সিঙ্গাপুরবাসী থেকে আসবে না। তাই তারা বিদেশি প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য শিক্ষার দরজা খুলে রেখেছে। ফলে তাদের বিশ্ববিদ্যালয়গুলোয় উচ্চশিক্ষার যথেষ্ট সুযোগ পাওয়া যায়। পৃথিবীর অন্যতম ব্যয়বহুল নগরীর একটি হচ্ছে সিঙ্গাপুর। তাই এখানে স্কলারশিপ ছাড়া পড়াশোনা করতে আসা বেশ কঠিন। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার মতো বিদেশে অধ্যয়নের অন্য জনপ্রিয় গন্তব্যগুলোর সঙ্গে তুলনা করলে, সিঙ্গাপুর অনেক বেশি সাশ্রয়ী।

এবার ২০২২ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে দেশটি। পিএইচডি ডিগ্রির জন্য সাধারণত দুই থেকে পাঁচ বছরের ফুল টাইম স্টাডির প্রয়োজন হয়। মানসম্মত শিক্ষাব্যবস্থার জন্য বিশ্বব্যাপী সিঙ্গাপুরের সুনাম রয়েছে। দেশটির সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পছন্দের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা যাবে। এই স্কলারশিপ বিশ্বের সৃজনশীল মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হবে, যাঁদের শিক্ষাজীবনে আকর্ষণীয় ফলাফল রয়েছে। মেধা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও নেতৃত্বের গুণাবলি সম্পন্ন শিক্ষার্থীদের এই স্কলারশিপের জন্য প্রাধান্য দেওয়া হয়। বৃত্তিটির আওতায় শিক্ষার্থীরা বায়োমেডিক্যাল বিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও প্রকৌশলভুক্ত বিষয়গুলো নিয়ে উচ্চতর গবেষণা করতে পারবেন।

সুযোগ-সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
  • উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ২ হাজার সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা।
  • ভালো একাডেমিক ফলাফল অর্জন করলে এটি ২ হাজার ৫০০ ডলারও হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ১৪ হাজার টাকা।
  • শিক্ষার্থীদের আবাসন খরচ বাবদ ১ হাজার ডলার প্রদান করবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫ হাজার টাকা।
  • ভ্রমণ ভাড়া বাবদ ১ হাজার ৫০০ ডলার প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ লাখ টাকার বেশি।

আবেদনের যোগ্যতা

  •  যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
  •  স্নাতক ও স্নাতকোত্তরে ভালো থাকতে হবে।
  • সিজিপিএ ৩.৫ থাকতে হবে।
  • জার্নালে প্রকাশ পাওয়া আর্টিকেল থাকতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
  • ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর সিভি।
  • আবেদনকারীর পাসপোর্ট।
  • রেফারেন্স লেটার।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)।
  • রিসার্চ প্রপোজাল।

আবেদনের শেষ সময়

১ জুন, ২০২২

মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত