Ajker Patrika

সুষ্ঠু নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থীর শঙ্কা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৬: ৫৬
সুষ্ঠু নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থীর শঙ্কা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুল হাই খান। গতকাল শনিবার দুপুরে উপজেলার চালিতাবুনিয়া গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলন আব্দুল হাই খান বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা পর থেকে নৌকা প্রতীকের প্রার্থীর বহিরাগত কর্মীরা একের পর এক তাঁর কর্মী-সমর্থকদের হামলা মারধর ও নির্যাতন চালিয়ে যাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তিনি হুমকি ও নির্যাতনের ভয়ে পথসভা-গণসংযোগ বন্ধ করতে বাধ্য হয়েছেন।

সারা ইউনিয়ন জুড়ে তাঁর চশমা প্রতীকের কোনো পোস্টার-ব্যানার নেই। সব ছিঁড়ে ফেলা হয়েছে। তাঁর তিনটি নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। তাঁর অর্ধশতাধিক কর্মী আহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপারের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাঁদের অপতৎপরতা থেমে নেই।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান আরও বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর মৃত্যু হলে ২ নভেম্বর পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ওই নির্বাচনে তিনিসহ বর্তমান নৌকার প্রার্থীও আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।

তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত