Ajker Patrika

শপথ নিলেন তেরখাদার ৬ ইউপি চেয়ারম্যান

তেরখাদা প্রতিনি­ধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১২: ১২
শপথ নিলেন তেরখাদার ৬ ইউপি চেয়ারম্যান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে শপথ নিলেন তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার তার সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন স্থানীয় সরকার পরিচালক মো. ইকবাল হোসেন।

শপথ গ্রহণ করেছেন তেরখাদা সদর ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, বারাসাত ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মো. মহসিন, ছাগলাদহ ইউপি চেয়ারম্যান এসএম দ্বীন ইসলাম, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেমন রায় এবং সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান মো. বুলবুল আহমেদ। এ সময় সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী সুজিত অধিকারী এবং জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম।

শপথ গ্রহণের পর তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে লোয়ার যশোর রোডের দলীয় কার্যালয়ে গিয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা বিপুলসংখ্যক নেতা-কর্মী সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এদিকে ছাগলাদহ ইউনিয়নের চেয়ারম্যান এসএম দীন ইসলাম কারারুদ্ধ অবস্থা থেকে গতকাল তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করলেন। গত ২৮ নভেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় নির্বাচিত হন তিনি। তেরখাদায় পিতা-পুত্র হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। তার পরিবারের দাবি এসএম দীন ইসলামের আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের ষড়যন্ত্রে তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে।

গতকাল বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে শপথ নিতে আসার খবর পেয়ে ছাগলাদহ ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষ খুলনাতে এসেছিলেন প্রিয় চেয়ারম্যানকে এক নজর দেখতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত