Ajker Patrika

অ্যাম্বুলেন্স, ট্রাক্টর বাইকের সংঘর্ষে যুবক নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫: ৩০
অ্যাম্বুলেন্স, ট্রাক্টর বাইকের সংঘর্ষে যুবক নিহত

নাটোরের সিংড়ায় অ্যাম্বুলেন্স, ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন হাইটেক পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী আহত হন।

নিহত যুবকের নাম রনি আহমেদ (২৭)। তিনি সিংড়া উপজেলার নিঙ্গইন ভাটোপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।

এ বিষয়ে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, গতকাল ভোরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে রাজকুমার মায়া নামের এক বৃদ্ধের মরদেহ নিয়ে ঈশ্বরদী ফিরছিলেন তাঁর স্বজনেরা। পথে মহাসড়কের সিংড়া উপজেলার নিঙ্গইন হাইটেক পার্ক এলাকায় অপর দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা আরও ছয় যাত্রী আহত হন।

পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম আরও বলেন, আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অপর দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত