সিলেট প্রতিনিধি
করোনার সংক্রমণ ঠেকাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করছে সিলেট স্বাস্থ্য বিভাগ।
বিমানবন্দরে আসা যাত্রীদের প্রাথমিকভাবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে করোনা আছে কি না তা শনাক্ত করা হবে।
আজ রোববার করোনাবিষয়ক জেলা সমন্বয় কমিটির সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশ-বিদেশের হাজারো মানুষ প্রতিদিন এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করে থাকেন। বিশেষ করে যুক্তরাজ্য ও আরব আমিরাতের দুবাই থেকে এখানে সরাসরি ফ্লাইট চলাচল করে। কিন্তু ওসমানীতে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার জন্য ‘র্যাপিড অ্যান্টিজেন টেস্ট’ চালু নেই। বিভিন্ন কারণে এই টেস্ট চালুর বিষয়টি আটকে আছে।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, ‘আমাদের সব প্রস্তুতি আছে টেস্ট শুরু করার। তবে এখানে স্বাস্থ্য বিভাগ, সিভিল অ্যাভিয়েশন, বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রশাসন সবার সমন্বয় প্রয়োজন। কারণ, টেস্টে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তিদের ব্যবস্থাপনার বিষয় আছে। যাঁরা দেশে আসছেন, তাঁদের যে বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মুখোমুখি হতে হবে, সেটাও আগেভাগে প্রতিটি এয়ারলাইনসের মাধ্যমে জানাতে হবে।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওসমানী বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কেউ পজিটিভ হলে তাঁকে পাঠানো হবে খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে। সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে তাঁকে। শুধু তাই নয়, বিদেশ থেকে আসা কোনো যাত্রীর যদি টিকা না নেওয়া থাকে এবং তাঁর শরীরে জ্বর, সর্দি বা করোনার কোনো উপসর্গ থাকলে, তাঁকেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে।
যাঁদের দুই ডোজ টিকা নেওয়া আছে, শরীরে করোনার কোনো উপসর্গ নেই এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট নেগেটিভ আসবে, তাঁরা নিজ নিজ গন্তব্যে চলে যেতে পারবেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওসমানী বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরিচালনার জন্য সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ সিরাজুম মুনীরের নেতৃত্বে টিম প্রস্তুত করা হয়েছে।
তিনি ওসমানী বিমানবন্দরে স্বাস্থ্য টিমের প্রধান। টেস্টের জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রয়োজনীয় কিটও বিমানবন্দরে পাঠানো হয়েছে।
সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ওসমানী বিমানবন্দরে স্বাস্থ্য টিমের প্রধান আহমদ সিরাজুম মুনীর বলেন, ‘র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরুর সব প্রস্তুতি আমাদের রয়েছে। কিন্তু এ বিষয়ে মাল্টিসেক্টরাল কোঅর্ডিনেশন প্রয়োজন।
কারণ, কেউ টেস্টে পজিটিভ হলে তার ব্যবস্থাপনা কীভাবে হবে, ট্রান্সপোর্টেশন কীভাবে করা হবে প্রভৃতি কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি। এ বিষয়ে জেলা পর্যায়ের দায়িত্বশীল টিম কাজ করছে।’
আহমদ সিরাজুম মুনীর আরও বলেন, এখন যেসব যাত্রী আসছেন তাঁদের আরটিপিসিআর পরীক্ষার সনদ এবং করোনার টিকার সনদ যাচাই করা হচ্ছে।
করোনার সংক্রমণ ঠেকাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করছে সিলেট স্বাস্থ্য বিভাগ।
বিমানবন্দরে আসা যাত্রীদের প্রাথমিকভাবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে করোনা আছে কি না তা শনাক্ত করা হবে।
আজ রোববার করোনাবিষয়ক জেলা সমন্বয় কমিটির সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশ-বিদেশের হাজারো মানুষ প্রতিদিন এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করে থাকেন। বিশেষ করে যুক্তরাজ্য ও আরব আমিরাতের দুবাই থেকে এখানে সরাসরি ফ্লাইট চলাচল করে। কিন্তু ওসমানীতে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার জন্য ‘র্যাপিড অ্যান্টিজেন টেস্ট’ চালু নেই। বিভিন্ন কারণে এই টেস্ট চালুর বিষয়টি আটকে আছে।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, ‘আমাদের সব প্রস্তুতি আছে টেস্ট শুরু করার। তবে এখানে স্বাস্থ্য বিভাগ, সিভিল অ্যাভিয়েশন, বিমানবন্দর কর্তৃপক্ষ, প্রশাসন সবার সমন্বয় প্রয়োজন। কারণ, টেস্টে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তিদের ব্যবস্থাপনার বিষয় আছে। যাঁরা দেশে আসছেন, তাঁদের যে বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মুখোমুখি হতে হবে, সেটাও আগেভাগে প্রতিটি এয়ারলাইনসের মাধ্যমে জানাতে হবে।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওসমানী বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কেউ পজিটিভ হলে তাঁকে পাঠানো হবে খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে। সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে তাঁকে। শুধু তাই নয়, বিদেশ থেকে আসা কোনো যাত্রীর যদি টিকা না নেওয়া থাকে এবং তাঁর শরীরে জ্বর, সর্দি বা করোনার কোনো উপসর্গ থাকলে, তাঁকেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে।
যাঁদের দুই ডোজ টিকা নেওয়া আছে, শরীরে করোনার কোনো উপসর্গ নেই এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট নেগেটিভ আসবে, তাঁরা নিজ নিজ গন্তব্যে চলে যেতে পারবেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওসমানী বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরিচালনার জন্য সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ সিরাজুম মুনীরের নেতৃত্বে টিম প্রস্তুত করা হয়েছে।
তিনি ওসমানী বিমানবন্দরে স্বাস্থ্য টিমের প্রধান। টেস্টের জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রয়োজনীয় কিটও বিমানবন্দরে পাঠানো হয়েছে।
সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ওসমানী বিমানবন্দরে স্বাস্থ্য টিমের প্রধান আহমদ সিরাজুম মুনীর বলেন, ‘র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরুর সব প্রস্তুতি আমাদের রয়েছে। কিন্তু এ বিষয়ে মাল্টিসেক্টরাল কোঅর্ডিনেশন প্রয়োজন।
কারণ, কেউ টেস্টে পজিটিভ হলে তার ব্যবস্থাপনা কীভাবে হবে, ট্রান্সপোর্টেশন কীভাবে করা হবে প্রভৃতি কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি। এ বিষয়ে জেলা পর্যায়ের দায়িত্বশীল টিম কাজ করছে।’
আহমদ সিরাজুম মুনীর আরও বলেন, এখন যেসব যাত্রী আসছেন তাঁদের আরটিপিসিআর পরীক্ষার সনদ এবং করোনার টিকার সনদ যাচাই করা হচ্ছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪