Ajker Patrika

সিরিয়ালে মাইকেল মধুসূদন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১০: ২১
সিরিয়ালে মাইকেল মধুসূদন

টানা সাড়ে চার বছর ধরে প্রচারে আছে ‘করুণাময়ী রাণী রাসমণি’। জি বাংলায় ধারাবাহিকটি পেরিয়ে গেছে দেড় হাজারের বেশি পর্ব। গল্পের মূল চরিত্র রাণী রাসমণির প্রয়াণ হয়েছে সেই কবে! তারপর থেকে বিভিন্ন সময়ে প্রচার বন্ধ হওয়ার গুঞ্জন সঙ্গে করে এগিয়ে যাচ্ছে সিরিয়ালটি।

গল্পের শেষ দিকে এসে বড় চমক দেখাবে করুণাময়ী রাণী রাসমণি। এবার যুক্ত হচ্ছে নতুন একটি চরিত্র—মাইকেল মধুসূদন দত্ত। যশোরের সাগরদাঁড়িতে জন্ম নেওয়া মাইকেল বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর জীবনকে পর্দায় ফুটিয়ে তুলছেন অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায়। করুণাময়ী রাণী রাসমণি সিরিয়ালে তিনিই মাইকেল মধুসূদন।

মাইকেল হয়ে ওঠার জন্য কী ধরনের প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে? দেবপ্রিয় মুখোপাধ্যায় বলেন, ‘প্রথম দিনই সেটে গিয়ে বুঝেছিলাম, একটা কঠিন দায়িত্ব নিয়ে ফেলেছি। যেকোনো চরিত্র করার আগে আমি অনেক রিসার্চ করি। কিন্তু এটা এমন চরিত্র, যেটাতে রিসার্চ করার জন্য তেমন ম্যাটেরিয়াল নেই। ইন্টারনেট ঘেঁটে তাঁর কিছু চিঠিপত্র পেয়েছি। তিনি বন্ধুদের যে চিঠিগুলো লিখেছিলেন, তা থেকে বোঝা যায় তিনি ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায়ও লিখেছেন তাঁকে নিয়ে। প্রস্তুতি পর্বে এগুলোই ছিল আমার সম্বল।’

দেবপ্রিয় জানিয়েছেন, করুণাময়ী রাণী রাসমণি সিরিয়ালে মাইকেল মধুসূদন দত্তের জীবনের একাংশ তুলে ধরা হবে। থাকবে তাঁর লেখকজীবন, অনিয়ন্ত্রিত যাপন ও বিতর্কিত অধ্যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত