Ajker Patrika

বিনা মূল্যের নলকূপে অর্থ নেওয়ার অভিযোগ

কয়রা প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১: ০৯
বিনা মূল্যের নলকূপে অর্থ নেওয়ার অভিযোগ

কয়রায় সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। চাহিদা মেটাতে সরকারের পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থাও কাজ করছে। সম্প্রতি এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের অর্থায়নে ১০ গ্রামে ১০টি গভীর নলকূপ স্থাপনের দায়িত্ব পায় ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি)। তবে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামানের বিরুদ্ধে নলকূপ বিতরণে সুফলভোগীদের কাছ থেকে ১২ থেকে সাড়ে ১২ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ছাড়া ভিন্ন ভিন্ন এলাকায় স্থাপন করার কথা থাকলেও ৩টি বসানো হয়েছে একই গ্রামে ১০০ মিটার দূরত্বের মধ্যে। তা ছাড়া টাকা নিয়ে বাড়ির অভ্যন্তরে ব্যবহারের জন্য বসানোর কারণে প্রতিবেশী পরিবারগুলো যথাযথ সুফল থেকে বঞ্চিত হচ্ছে।

অভিযোগের বিষয়ে আইসিডি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি আশিকুজ্জামান বলেন, আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এলজিসহ নানা সংস্থা থেকে নলকূপ এনে কয়রার সাধারণ মানুষের উপকার করি। নলকূপের গোড়া পাকা করার জন্য কোন টাকা বরাদ্দ থাকে না। এ জন্য গোড়া বাঁধাইসহ খরচের জন্য কিছু টাকা নেই। আমরা সামান্য কিছু রেখে কয়েকজনকে ৭ হাজার টাকা ফেরত দিয়েছি। আর কয়েকজনকে গোড়া পাকা করে দিয়েছি।

এজেন্সি প্রতিষ্ঠান ট্রাই ডিজিটাল টেকনোলজি লিমিটেডের মহাব্যবস্থাপক মইনুল ইসলাম খাঁন বলেন, নলকূপগুলো বিতরণে কোন অর্থ নেওয়ার সুযোগ নেই। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ১০টি টিউবওয়েল বাবদ বরাদ্দের কথা জানতে চাইলে অভিযোগের সত্যতা যাচাইয়ের পরে বাকি তথ্য শেয়ার করবেন বলে জানান তিনি।

এলজি ইলেকট্রনিকস, বাংলাদেশ ব্রাঞ্চের অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স কর্মকর্তা রেহানুদ্দিন বলেন, আমাদের হেড অফিসের নির্দেশনায় এজেন্সির মাধ্যমে এ কাজগুলো করা হয়। এটা মূলত ডোনেশন প্রক্রিয়া ছিল। ওখানে ১০টি টিউবওয়েল সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হয়েছে। সুফলভোগী সিলেক্ট করেছেন আমাদের অ্যাম্বাসিডর। আমাদের এজেন্সির সঙ্গে অ্যাম্বাসিডরদের কন্ট্রাক হয়। তিনি আরও জানান, সুফলভোগী যদি বাসার অভ্যন্তরে নলকূপ বসায়, তাহলে অন্যরা পাবেন না। এ জন্য এমন একটি স্থানে বসাতে হবে যেখান থেকে সাধারণ মানুষ সব সময় পানি নিতে পারবে। বাড়ির ভেতরে স্থাপন করা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত