Ajker Patrika

আশাশুনির মানিকখালী সেতুর উদ্বোধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩: ৩৪
আশাশুনির মানিকখালী সেতুর উদ্বোধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর ওপর নির্মিত মানিকখালী সেতু উদ্বোধন করা হয়েছে। গত রোববার সকাল ১১টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চ্যুয়ালি এ উদ্বোধন করেন।

আশাশুনি উপজেলাবাসীর দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে সাতক্ষীরা সফরে এসে খোলপেটুয়া নদীর ওপর মানিকখালী সেতু নির্মাণের ঘোষণা দেন। ২৫ মে ২০১৭ তারিখে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২৫ মে ২০১৯ তারিখে নির্মাণকাজ সমাপ্ত হয়ে সেতুটি উদ্বোধনের অপেক্ষায় ছিল। সেতুটি নির্মাণের ফলে আশাশুনি উপজেলার সঙ্গে খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলার সহজ যোগাযোগ স্থাপিত হয়েছে।

উদ্বোধন শেষে সেতুর মানিকখালি প্রান্তে ফলক উন্মোচন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এ সময় এবিএম মোস্তাকিম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মানিকখালী সেতু নির্মাণের মধ্য দিয়ে আজ আশাশুনি বাসীর প্রাণের দাবি বাস্তবায়িত হলো। এ ছাড়া সেতুটি দিয়ে টোল মুক্ত চলাচলের সুবিধা পাওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সহ সংশ্লিষ্ট সবার প্রতি দাবি জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স, ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত