Ajker Patrika

আজ থেকে অভিযানে নামবে রাজউক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ থেকে অভিযানে নামবে রাজউক

আবাসিক ও বাণিজ্যিক ভবনের নকশা অনুমোদন, অনুমোদিত নকশার আলোকে নির্মাণাধীন ও নির্মিত ভবন এবং তার ব্যবহার নিশ্চিতকরণে আজ রোববার থেকে অভিযানে নামবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের এই অভিযান চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। গতকাল শনিবার রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ রাজধানীর দক্ষিণখান, খিলক্ষেত, নিকুঞ্জ ও পূর্বাচল, মতিঝিল, খিলগাঁও, বাসাবো ও রামপুরা; ১২ ডিসেম্বর কদমতলী, যাত্রাবাড়ী, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর, ধানমন্ডি, লালমাটিয়া, সূত্রাপুর (আংশিক) ও বংশাল; ১৩ ডিসেম্বর দক্ষিণখান, খিলক্ষেত, নিকুঞ্জ ও পূর্বাচল, মতিঝিল, খিলগাঁও, বাসাবো; ১৫ ডিসেম্বর জুরাইন, সূত্রাপুর (আংশিক), ওয়ারী ও কেরানীগঞ্জ এবং উত্তরা; ১৮ ডিসেম্বর উত্তরা সেক্টর ১৫ থেকে ১৮ নম্বর সেক্টর, বাউনিয়া (আংশিক), বাইলজুরি (আংশিক), দিয়াবাড়ি, চন্ডালভোগ এলাকায় অভিযান চালাবে রাজউক।

১৯ ডিসেম্বর কদমতলী, যাত্রাবাড়ী, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ডেমরা ও মাতুয়াইল; ২০ ডিসেম্বর জুরাইন, সূত্রাপুর (আংশিক), ওয়ারী ও কেরানীগঞ্জ, মতিঝিল, খিলগাঁও, বাসাবো ও রামপুরা; ২১ ডিসেম্বর কদমতলী, যাত্রাবাড়ী, ফতুল্লা নারায়ণগঞ্জ সদর, মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী ও তুরাগ; ২২ ডিসেম্বর ধানমন্ডি, লালমাটিয়া, সূত্রাপুর (আংশিক), বংশাল, মতিঝিল, খিলগাঁও, বাসাবো, রামপুরা; ২৬ ডিসেম্বর গুলশান, বনানী, বারিধারা, জোয়ারসাহারা, তেজগাঁও, কদমতলী, যাত্রাবাড়ী, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর; ২৭ ডিসেম্বর উত্তরা, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সোনারগাঁ; ২৮ ডিসেম্বর জুরাইন, সূত্রাপুর, ওয়ারী, কদমতলী, যাত্রাবাড়ী এবং ২৯ ডিসেম্বর আবার গুলশান, বনানী,  বারিধারা, জোয়ারসাহারা, তেজগাঁও, ধানমন্ডি, লালমাটিয়া এলাকায় অভিযান চালাবে রাজউক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত