Ajker Patrika

গতিরোধক না থাকায় ঝুঁকি

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০: ০৩
গতিরোধক না থাকায় ঝুঁকি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট-আগৈলঝাড়া সড়কে গতিরোধক নেই। এতে ঘটছে দুর্ঘটনা। ঝুঁকিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, বড়মাগরা বাসস্ট্যান্ড থেকে দাসেরহাট পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গতিরোধক না থাকায় বিপাকে পড়ছেন পথচারীরা।

স্থানীয় বাসিন্দা শাওন শরীফ বলেন, পয়সারহাট-বরিশাল-পয়সারহাট-ঢাকা গাড়ি চলাচলে দিনদিন ব্যস্ততম সড়ক হয়ে উঠেছে। প্রতিদিন সড়কটি দিয়ে শত শত গাড়ি চলাচল করে। কিন্তু সড়কটির পাশে জনবসতি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় ঘটছে দুর্ঘটনা।

দক্ষিণ গৈলা গ্রামের মিনাল সমদ্দার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে এখন অতি জরুরি হয়ে পড়েছে গতিরোধক। কারণ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে আসেন অনেকেই। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক পাড় হয়ে ওষুধ আনতে যেতে হয় তাঁদের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে গতিরোধক না থাকায় মোটরসাইকেল, বাস, ট্রাক, ভ্যান ও ইজিবাইক বেপরোয়া গতিতে চলার কারণে দুর্ঘটনা ঘটছে বেশি।

পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে সকল স্থানে গতিরোধক জরুরি হয়ে পড়েছে এর মধ্যে আছে দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখে, নিমতলা বাসস্ট্যান্ড, গৈলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে, রথখোলা শিশু নিকেতন ও বাসস্ট্যান্ড, এতিমখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও ভেগাই হালদার পাবলিক একাডেমি মাধ্যমিক বিদ্যালয় সিমনে, নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালুরপাড়, নাঘিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোবারপাড় বাসস্ট্যান্ড ও বড়মগড়া বাসস্ট্যান্ডের সামনে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম জানান, জনগুরুত্বপূর্ণ স্থানে গতিরোধক স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

৯ মিনিটেই শেষ ট্রেনের অগ্রিম টিকিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত