Ajker Patrika

পাকুন্দিয়ায় কালাজ্বর রোধে মাঠকর্মীদের প্রশিক্ষণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধ
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৩
পাকুন্দিয়ায় কালাজ্বর রোধে মাঠকর্মীদের প্রশিক্ষণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কালাজ্বর শনাক্তকরণ, রেফারেল ও ফলোআপ কার্যক্রম শক্তিশালীকরণের জন্য মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি, রোগ নিয়ন্ত্রণ বিভাগ, মহাখালী এই কর্মশালার আয়োজন করে।

প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন শাহনাজ, কালাজ্বর নির্মূল কর্মসূচি, রোগ নিয়ন্ত্রণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের এসএমও আলিমা, ডেটা ম্যানেজার মো. আফিউর রহমান এবং কীটতত্ত্ববিদ জুবায়ের খলিল উপস্থিত ছিলেন। কর্মশালায় মাঠ পর্যায়ের স্থানীয় স্বাস্থ্যকর্মীসহ নার্সরা অংশগ্রহণ নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ বলেন, কালাজ্বর শনাক্তকরণে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সেবিকাদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালাজ্বর শনাক্ত করা হয়। যারা দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছেন তাঁদের নমুনা পরীক্ষা করা হয়। এ জ্বরের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকলেও আক্রান্ত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত