Ajker Patrika

ইতিহাস বিকৃতির প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ৩২
ইতিহাস বিকৃতির প্রতিবাদে মানববন্ধন

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে সরকারি অর্থায়নে নাটক ‘বধ্যভূমির শহর’ প্রদর্শনের অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানেরা। গতকাল মঙ্গলবার সকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।

সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রজন্ম ৭১’ র সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, প্রজন্ম ৭১’ র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোনায়েমুল হক, শহীদ পরিবারের সন্তান অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, শহীদ পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাঈদ রেজা, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, কাজী রাশেদ প্রমুখ।

বক্তারা বলেন, বধ্যভূমির শহর নাটকটিতে মুক্তিযুদ্ধে সৈয়দপুরের ইতিহাস বিকৃত করা হয়েছে। নাটকের চরিত্রে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের প্রাধান্য দেওয়া হয়নি। কুখ্যাত রাজাকার নঈম গুন্ডাসহ চিহ্নিত অবাঙালি রাজাকারের চরিত্র নাটকের মধ্যে ছিল না। ফলে নাটক মঞ্চায়ন শেষে শহীদ পরিবারের সন্তান ও আওয়ামী লীগ নেতারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য স্থানীয় এক সাংবাদিককে দায়ী করে নাটকটির কাহিনি ও চিত্রনাট্য সংশোধন করে পুনরায় মঞ্চায়নের দাবি জানান।

উল্লেখ্য,ন১৯ ডিসেম্বর সন্ধ্যায় সৈয়দপুর শহরের গোলাহাট বধ্যভূমিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গণহত্যার পরিবেশ থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হয় ‘বধ্যভূমির শহর’। এতে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতি মন্ত্রী সাংসদ আসাদুজ্জামান নূর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন দেবাশীষ ঘোষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত