কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু উচ্চবিদ্যালয়ের পাঠদান কক্ষের পাশে একাডেমিক ভবনের তিনটি কক্ষ ভাড়া নিয়ে পোশাক তৈরি করা হচ্ছে। একাডেমিক ভবন আধাপাকা হওয়ায় সেলাই মেশিনের শব্দ খুব সহজেই বাইরে যাচ্ছে। এদিকে শ্রমিকেরা উচ্চস্বরে কথা বলেন। একই সঙ্গে বহিরাগতরা যখন-তখন প্রবেশ করছেন বিদ্যালয়ে। এজন্য শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হচ্ছে। এতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।
জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে নান্দিনামধু উচ্চবিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। গত ১ ডিসেম্বর আধাপাকা টিনশেডের এই ভবনটির তিনটি কক্ষ স্থানীয় আব্দুর রহমান বাবলুকে ভাড়া দেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।
এতে ৩০০ টাকার স্ট্যাম্পে করা হয়েছে ঘর ভাড়ার চুক্তিনামা। আব্দুর রহমান বাবলু নামের এক ব্যক্তি টেইলারিং ব্যবসা করার জন্য ঘরটি ভাড়া নিয়েছেন। জামানত দেওয়া হয় ৬ হাজার টাকা। আর মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা।
ভাড়া নেওয়ার পর সেই কক্ষগুলোতে সেলাই মেশিন স্থাপন করে কিছু জনবল নিয়োগ দিয়ে ছোট মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন আব্দুর রহমান বাবলু।
শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের পাশেই ফ্যাক্টরি থাকায় ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। ফ্যাক্টরির মধ্যে মেশিনের শব্দের পাশাপাশি শ্রমিকদের কথা বলার শব্দে এখানে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।
আব্দুর রশিদ নামের এক অভিভাবক বলেন, বিদ্যালয়ের কক্ষে গার্মেন্টস করা হয়েছে। তাঁর নিজ পরিবারের ছয়জন ছেলেমেয়ে লেখাপড়া করেছে। ফ্যাক্টরিতে সব সময় বহিরাগত মানুষ চলাফেরা করে। এ কারণে সঠিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে না।
নান্দিনামধু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, মৌখিক এবং লিখিতভাবে বলা হয়েছে। এটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হয়।
বিদ্যালয়ের কক্ষ ভাড়া নেওয়া আব্দুর রহমান বাবলু বলেন, ডিসেম্বরের দিকে তিনি রুম ভাড়া নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিছু মানুষ চক্রান্ত করে অভিযোগ দিয়েছেন বলে তিনি জানান।
বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সবার অনুমতি নিয়ে কক্ষগুলো ভাড়া দেওয়া হয়েছিল।
কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন, ‘বিষয়টি জানার পরে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন।’ শিক্ষার পরিবেশ নষ্ট হলে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু উচ্চবিদ্যালয়ের পাঠদান কক্ষের পাশে একাডেমিক ভবনের তিনটি কক্ষ ভাড়া নিয়ে পোশাক তৈরি করা হচ্ছে। একাডেমিক ভবন আধাপাকা হওয়ায় সেলাই মেশিনের শব্দ খুব সহজেই বাইরে যাচ্ছে। এদিকে শ্রমিকেরা উচ্চস্বরে কথা বলেন। একই সঙ্গে বহিরাগতরা যখন-তখন প্রবেশ করছেন বিদ্যালয়ে। এজন্য শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হচ্ছে। এতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।
জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে নান্দিনামধু উচ্চবিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। গত ১ ডিসেম্বর আধাপাকা টিনশেডের এই ভবনটির তিনটি কক্ষ স্থানীয় আব্দুর রহমান বাবলুকে ভাড়া দেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।
এতে ৩০০ টাকার স্ট্যাম্পে করা হয়েছে ঘর ভাড়ার চুক্তিনামা। আব্দুর রহমান বাবলু নামের এক ব্যক্তি টেইলারিং ব্যবসা করার জন্য ঘরটি ভাড়া নিয়েছেন। জামানত দেওয়া হয় ৬ হাজার টাকা। আর মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা।
ভাড়া নেওয়ার পর সেই কক্ষগুলোতে সেলাই মেশিন স্থাপন করে কিছু জনবল নিয়োগ দিয়ে ছোট মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন আব্দুর রহমান বাবলু।
শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের পাশেই ফ্যাক্টরি থাকায় ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। ফ্যাক্টরির মধ্যে মেশিনের শব্দের পাশাপাশি শ্রমিকদের কথা বলার শব্দে এখানে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।
আব্দুর রশিদ নামের এক অভিভাবক বলেন, বিদ্যালয়ের কক্ষে গার্মেন্টস করা হয়েছে। তাঁর নিজ পরিবারের ছয়জন ছেলেমেয়ে লেখাপড়া করেছে। ফ্যাক্টরিতে সব সময় বহিরাগত মানুষ চলাফেরা করে। এ কারণে সঠিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে না।
নান্দিনামধু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, মৌখিক এবং লিখিতভাবে বলা হয়েছে। এটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হয়।
বিদ্যালয়ের কক্ষ ভাড়া নেওয়া আব্দুর রহমান বাবলু বলেন, ডিসেম্বরের দিকে তিনি রুম ভাড়া নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিছু মানুষ চক্রান্ত করে অভিযোগ দিয়েছেন বলে তিনি জানান।
বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সবার অনুমতি নিয়ে কক্ষগুলো ভাড়া দেওয়া হয়েছিল।
কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন, ‘বিষয়টি জানার পরে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন।’ শিক্ষার পরিবেশ নষ্ট হলে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪