Ajker Patrika

আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে ভোট আজ

দাগনভূঞা প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৬: ০৫
আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে ভোট আজ

ফেনীর দাগনভূঞায় ৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে আজ শুক্রবার ভোট দেবেন তৃণমূলের নেতা-কর্মীরা। গত ৩১ অক্টোবর ভোট নেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে এই ভোট স্থগিত করা হয়েছিল।

জানা যায়, প্রতিটি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকেরা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তাঁদের ভোটে একজনকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে নির্ধারণ করা হবে।

এ উপলক্ষে ইতিমধ্যে ফেনীতে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড গঠন করেছে জেলা আওয়ামী লীগ। ওই বোর্ড থেকে বাছাই করা চেয়ারম্যান প্রার্থী জেলা থেকে সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হবে। পরে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন।

তবে জায়লষ্কর ইউপিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বর্তমান ইউপি চেয়ারম্যান এম মামুনুর রশিদ মিলন এককভাবে দলীয় ফরম সংগ্রহ করেছেন। এদিকে ৩ নম্বর পূর্ব চন্দ্রপুর ইউপিতে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম তপনসহ আরও কয়েকজন নেতাকে দলীয় মনোনয়নপত্র কিনতে দেওয়া হয়নি বলে তাঁরা অভিযোগ করেন।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যসচিব একে শহীদ উল্যাহ খোন্দকার বলেন, উপজেলার ৬ ইউনিয়নে ২৮ জন সম্ভাব্য দলীয় প্রার্থী আবেদন ফরম সংগ্রহ করেছেন। গত ৩১ অক্টোবর রোববার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তৃণমূলের ভোট গ্রহণের কথা ছিল। তবে ভোট গ্রহণের আগমুহূর্তে অনিবার্য কারণে হঠাৎ স্থগিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত