Ajker Patrika

পাকুন্দিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার অফিস ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৪: ২০
পাকুন্দিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার অফিস ভাঙচুর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সুখিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (আনারস) আজিজুল হক তোতার দুটি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে পাকুন্দিয়া উপজেলার পুরোনো আশুতিয়া বাজারে এ ঘটনা ঘটে। আজিজুল হকের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হামিদ টিটুর সমর্থকেরা তাঁর অফিস ভাঙচুরের সঙ্গে জড়িত। গতকাল শুক্রবার আশুতিয়া বাজারে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। এর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে আশুতিয়া বাজারে প্রতিবাদ মিছিল করেন। এ নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী আব্দুল হামিদ টিটু।

সংবাদ সম্মেলনে আজিজুল হক বলেন, ‘বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ প্রার্থী টিটুর সমর্থকেরা মিছিল করে আশুতিয়া কেন্দ্রের নির্বাচনী দুটি অফিসে ভাঙচুরসহ আগুন দেয়। এ সময় অফিসের চেয়ার, টেবিল ভাঙচুরসহ ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। নির্বাচনে আমার কাছে হেরে যাওয়ার ভয়ে আওয়ামী লীগ প্রার্থী এমন কাজ করেছে। আমি ও আমার কর্মীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রত্যাশা করছি।’

অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হামিদ টিটু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এই ইউনিয়নের বেশির ভাগ জনগণ আমার নৌকা মার্কার পক্ষেই। তাই প্রতিপক্ষের প্রার্থীরা ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের মিথ্যা অভিযোগ তুলছেন। এ ঘটনা তিনি নিজেই ঘটিয়ে থাকতে পারেন।’

এ ব্যাপারে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ‘আনারস প্রতীকের প্রার্থী আজিজুল হক তোতার নির্বাচনী অফিস ভাঙচুরের ব্যাপারে একটি মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ঘটনা সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত