Ajker Patrika

দুটি সড়ক ও সেতু নির্মাণকাজের উদ্বোধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৭: ০৪
দুটি সড়ক ও সেতু নির্মাণকাজের উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি সড়ক ও সেতু নির্মাণকাজের উদ্বোধন করেছেন বাগেরহাট-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

গত মঙ্গলবার দুপুরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা ফকিরবাড়ি থেকে কুদঘাটা বাজার পর্যন্ত এক কিলোমিটার পিচঢালা কার্পেটিং সড়কের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, কোনো ইউনিয়নে একটিও মাটির রাস্তা থাকবে না। পর্যায়ক্রমে পাকা রাস্তা করা হবে। এ ছাড়া নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার সমাধান অচিরেই করা হবে। এ সমস্যা দীর্ঘস্থায়ী থাকবে না।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, সদর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা শহিদুজ্জামান সাবু, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

একই দিনে সাংসদ বানিয়াখালী-মোরেলগঞ্জ সড়কের ১ হাজার ২০০ মিটার আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের একটি রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত