মুজিবর রহমান, পাটকেলঘাটা (সাতক্ষীরা)
সাতক্ষীরার পাটকেলঘাটায় চলতি বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। আগাম বোরো ধান চাষের প্রস্তুতি শুরু করেছেন তাঁরা।
এ বছর পাটকেলঘাটার হাট-বাজারে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বেশি বিক্রি হচ্ছে। বীজ ডিলারসহ সার ও কীটনাশক ডিলারের দোকানে বিভিন্ন কোম্পানির হাইব্রিড ধানের বীজ বিক্রি হচ্ছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বোরো ধানের বিভিন্ন জাতের মধ্যে যে ধানবীজ থেকে ভালো ফলন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেগুলি গ্রহণ করছেন কৃষকেরা বলে জানা যায়।
উপজেলার শাঁকদহ, মিঠাবাড়ী, ধানদিয়া, খলিসখালী, কুমিরা, তৈলকুপি, চোমরখালীসহ অধিকাংশ বিলে মাছ চাষ হওয়ায় আমন ধানের পরিবর্তে বোরো ধানই কৃষকদের একমাত্র ভরসা।
চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা তৈরিতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। জানুয়ারিতে জমিতে বোরো ধানের চারা রোপণ শেষ হবে বলে আশা করছেন কৃষকেরা। ফসল পাওয়া যাবে এপ্রিলে। এ ছাড়া ঝড়-বৃষ্টির মৌসুম আসার আগেই যেন বোরো ধান কেটে বাড়িতে তোলা যায় এ জন্য কৃষকেরা আগাম বীজতলা তৈরি করছেন।
আমতলাডাঙ্গা গ্রামের কৃষক শফিদুল ইসলাম বলেন, ৫ বিঘা জমিতে ধান চাষ করার জন্য বীজতলা তৈরি করছেন। ভালো ফসল পাওয়ার আশায় আগাম প্রস্তুতি নিচ্ছেন।
কৃষক হাবিবুর রহমান ও আজিবার রহমান বলেন, তাঁরা পৃথকভাবে প্রায় ১০ বিঘা জমিতে বোরো মৌসুমে বোরো ধান চাষ করেন। এবারও তারা বোরো ধানের জন্য বীজতলায় বীজ বপন করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগ বালাই কম হলে ভালো ফসল পাবেন বলে আশা করছেন।
এ ব্যাপারে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, ‘গত বছর ২৮ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। এ বছর আরও বেশি জমিতে বোরো চাষের লাখ মাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর প্রায় ৩ হাজারের অধিক কৃষককে বিনা মূল্যে বীজ সার দেওয়া হবে। আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে লাখ মাত্রার চেয়ে বেশি ফলন পাওয়া যাবে।’
সাতক্ষীরার পাটকেলঘাটায় চলতি বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। আগাম বোরো ধান চাষের প্রস্তুতি শুরু করেছেন তাঁরা।
এ বছর পাটকেলঘাটার হাট-বাজারে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বেশি বিক্রি হচ্ছে। বীজ ডিলারসহ সার ও কীটনাশক ডিলারের দোকানে বিভিন্ন কোম্পানির হাইব্রিড ধানের বীজ বিক্রি হচ্ছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বোরো ধানের বিভিন্ন জাতের মধ্যে যে ধানবীজ থেকে ভালো ফলন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেগুলি গ্রহণ করছেন কৃষকেরা বলে জানা যায়।
উপজেলার শাঁকদহ, মিঠাবাড়ী, ধানদিয়া, খলিসখালী, কুমিরা, তৈলকুপি, চোমরখালীসহ অধিকাংশ বিলে মাছ চাষ হওয়ায় আমন ধানের পরিবর্তে বোরো ধানই কৃষকদের একমাত্র ভরসা।
চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা তৈরিতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। জানুয়ারিতে জমিতে বোরো ধানের চারা রোপণ শেষ হবে বলে আশা করছেন কৃষকেরা। ফসল পাওয়া যাবে এপ্রিলে। এ ছাড়া ঝড়-বৃষ্টির মৌসুম আসার আগেই যেন বোরো ধান কেটে বাড়িতে তোলা যায় এ জন্য কৃষকেরা আগাম বীজতলা তৈরি করছেন।
আমতলাডাঙ্গা গ্রামের কৃষক শফিদুল ইসলাম বলেন, ৫ বিঘা জমিতে ধান চাষ করার জন্য বীজতলা তৈরি করছেন। ভালো ফসল পাওয়ার আশায় আগাম প্রস্তুতি নিচ্ছেন।
কৃষক হাবিবুর রহমান ও আজিবার রহমান বলেন, তাঁরা পৃথকভাবে প্রায় ১০ বিঘা জমিতে বোরো মৌসুমে বোরো ধান চাষ করেন। এবারও তারা বোরো ধানের জন্য বীজতলায় বীজ বপন করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগ বালাই কম হলে ভালো ফসল পাবেন বলে আশা করছেন।
এ ব্যাপারে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, ‘গত বছর ২৮ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। এ বছর আরও বেশি জমিতে বোরো চাষের লাখ মাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর প্রায় ৩ হাজারের অধিক কৃষককে বিনা মূল্যে বীজ সার দেওয়া হবে। আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে লাখ মাত্রার চেয়ে বেশি ফলন পাওয়া যাবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫