মুজিবর রহমান, পাটকেলঘাটা (সাতক্ষীরা)
সাতক্ষীরার পাটকেলঘাটায় চলতি বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। আগাম বোরো ধান চাষের প্রস্তুতি শুরু করেছেন তাঁরা।
এ বছর পাটকেলঘাটার হাট-বাজারে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বেশি বিক্রি হচ্ছে। বীজ ডিলারসহ সার ও কীটনাশক ডিলারের দোকানে বিভিন্ন কোম্পানির হাইব্রিড ধানের বীজ বিক্রি হচ্ছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বোরো ধানের বিভিন্ন জাতের মধ্যে যে ধানবীজ থেকে ভালো ফলন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেগুলি গ্রহণ করছেন কৃষকেরা বলে জানা যায়।
উপজেলার শাঁকদহ, মিঠাবাড়ী, ধানদিয়া, খলিসখালী, কুমিরা, তৈলকুপি, চোমরখালীসহ অধিকাংশ বিলে মাছ চাষ হওয়ায় আমন ধানের পরিবর্তে বোরো ধানই কৃষকদের একমাত্র ভরসা।
চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা তৈরিতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। জানুয়ারিতে জমিতে বোরো ধানের চারা রোপণ শেষ হবে বলে আশা করছেন কৃষকেরা। ফসল পাওয়া যাবে এপ্রিলে। এ ছাড়া ঝড়-বৃষ্টির মৌসুম আসার আগেই যেন বোরো ধান কেটে বাড়িতে তোলা যায় এ জন্য কৃষকেরা আগাম বীজতলা তৈরি করছেন।
আমতলাডাঙ্গা গ্রামের কৃষক শফিদুল ইসলাম বলেন, ৫ বিঘা জমিতে ধান চাষ করার জন্য বীজতলা তৈরি করছেন। ভালো ফসল পাওয়ার আশায় আগাম প্রস্তুতি নিচ্ছেন।
কৃষক হাবিবুর রহমান ও আজিবার রহমান বলেন, তাঁরা পৃথকভাবে প্রায় ১০ বিঘা জমিতে বোরো মৌসুমে বোরো ধান চাষ করেন। এবারও তারা বোরো ধানের জন্য বীজতলায় বীজ বপন করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগ বালাই কম হলে ভালো ফসল পাবেন বলে আশা করছেন।
এ ব্যাপারে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, ‘গত বছর ২৮ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। এ বছর আরও বেশি জমিতে বোরো চাষের লাখ মাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর প্রায় ৩ হাজারের অধিক কৃষককে বিনা মূল্যে বীজ সার দেওয়া হবে। আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে লাখ মাত্রার চেয়ে বেশি ফলন পাওয়া যাবে।’
সাতক্ষীরার পাটকেলঘাটায় চলতি বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। আগাম বোরো ধান চাষের প্রস্তুতি শুরু করেছেন তাঁরা।
এ বছর পাটকেলঘাটার হাট-বাজারে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বেশি বিক্রি হচ্ছে। বীজ ডিলারসহ সার ও কীটনাশক ডিলারের দোকানে বিভিন্ন কোম্পানির হাইব্রিড ধানের বীজ বিক্রি হচ্ছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বোরো ধানের বিভিন্ন জাতের মধ্যে যে ধানবীজ থেকে ভালো ফলন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেগুলি গ্রহণ করছেন কৃষকেরা বলে জানা যায়।
উপজেলার শাঁকদহ, মিঠাবাড়ী, ধানদিয়া, খলিসখালী, কুমিরা, তৈলকুপি, চোমরখালীসহ অধিকাংশ বিলে মাছ চাষ হওয়ায় আমন ধানের পরিবর্তে বোরো ধানই কৃষকদের একমাত্র ভরসা।
চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা তৈরিতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। জানুয়ারিতে জমিতে বোরো ধানের চারা রোপণ শেষ হবে বলে আশা করছেন কৃষকেরা। ফসল পাওয়া যাবে এপ্রিলে। এ ছাড়া ঝড়-বৃষ্টির মৌসুম আসার আগেই যেন বোরো ধান কেটে বাড়িতে তোলা যায় এ জন্য কৃষকেরা আগাম বীজতলা তৈরি করছেন।
আমতলাডাঙ্গা গ্রামের কৃষক শফিদুল ইসলাম বলেন, ৫ বিঘা জমিতে ধান চাষ করার জন্য বীজতলা তৈরি করছেন। ভালো ফসল পাওয়ার আশায় আগাম প্রস্তুতি নিচ্ছেন।
কৃষক হাবিবুর রহমান ও আজিবার রহমান বলেন, তাঁরা পৃথকভাবে প্রায় ১০ বিঘা জমিতে বোরো মৌসুমে বোরো ধান চাষ করেন। এবারও তারা বোরো ধানের জন্য বীজতলায় বীজ বপন করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগ বালাই কম হলে ভালো ফসল পাবেন বলে আশা করছেন।
এ ব্যাপারে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম বলেন, ‘গত বছর ২৮ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। এ বছর আরও বেশি জমিতে বোরো চাষের লাখ মাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর প্রায় ৩ হাজারের অধিক কৃষককে বিনা মূল্যে বীজ সার দেওয়া হবে। আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে লাখ মাত্রার চেয়ে বেশি ফলন পাওয়া যাবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪