Ajker Patrika

হামলা-মামলাকারীদের শাস্তি চান সাংবাদিকেরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ৪১
হামলা-মামলাকারীদের শাস্তি চান সাংবাদিকেরা

লক্ষ্মীপুরের রায়পুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এসএ টিভির সাংবাদিকের ওপর হামলা এবং দেশব্যাপী সাংবাদিকদের নির্যাতনের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। গতকাল রোববার দুপুরের লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সম্পাদক-প্রকাশক পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় হামলা-মামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য দেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও দেশ টিভির প্রতিনিধি কামাল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, ইনডিপেনডেন্ট টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি আব্বাছ হোসেন, সম্পাদক পরিষদের আহ্বায়ক ও এসএ টিভির প্রতিনিধি মো. সহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে গত বৃহস্পতিবার সম্পাদক-প্রকাশক পরিষদের উদ্যোগে আহ্বায়ক মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সাংবাদিকদের নিয়ে এক বৈঠকে ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশসহ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, তৃতীয় দফা ইউপি নির্বাচন চলাকালে গত ২৮ নভেম্বর লক্ষ্মীপুরের রায়পুরে ৯ নম্বর চর আবাবিল ইউপির গাইয়ারচর মাদ্রাসা কেন্দ্রে অনিয়ম ও জাল ভোট দেওয়ার সময় পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় এসএ টিভির সাংবাদিকসহ দুজন আহত হয়। তা ছাড়া এ সময় ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই রায়পুর থানায় মামলা করা হয়। কিন্তু গত এক সপ্তাহেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ