Ajker Patrika

ধান মাড়াই শুরু

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৫: ৪৯
ধান মাড়াই শুরু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আগাম আমন ধান কাটতে শুরু করেছেন এলাকার কৃষকেরা। মাঠ থেকে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। চলতি মাসেই উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ২৩ হাজার ২৭৫ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা অর্জিত হয়েছে ২৩ হাজার ৩১০ হেক্টর জমি। যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গত বছরের তুলনায় অনেক বেশি ফলন হয়েছে। তবে এবারে পার্চিং পদ্ধতি ব্যাপক হারে ব্যবহারের ফলে রোপা আমন ধানের ভালো ফলন আশা করছে কৃষি বিভাগ।

যদিও এবারের আমন আবাদের শুরুটা ভালো ছিল না। প্রথম দিকে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া কৃষকের মধ্যে তা পূরণ না হওয়ার শঙ্কাই দেখা দেয়। শেষ পর্যন্ত কৃষি সম্প্রসারণ বিভাগের নিয়মিত পরামর্শে আমনের ফলন ভালো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কার্তিক মাসের শুরু হতে না-হতেই চারদিকে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। তবে যেসব মাঠ উঁচু এবং আগাম জাতের আলু রোপণ করার মতো জমি। সেসব জমিতে আগাম জাতের আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সেই সঙ্গে গৃহিণীরাও বাড়ির আঙিনা ও উঠান তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উপজেলার আলোকডিহি গ্রামের আরিফ হোসেন বলেন, ‘এবার দুই বিঘা জমিতে বিনা-৭ ধান চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় বিঘাপ্রতি ২০-২২ মণ ধান হয়েছে। তা ছাড়া ধানের দামও বেশি। এই মুহূর্তে ধান বিক্রি করলে আমার সবকিছু খরচ বাবদ বাদ দিয়ে বিঘা প্রতি ৭-৮ হাজার টাকা লাভ হবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জোহরা সুলতানা জানান, কৃষকেরা গত বছরের চেয়ে সঠিক সময়ে ধান চাষ করায় বর্তমান আশানুরূপ ফলনের সম্ভাবনা রয়েছে। এবার চিরিরবন্দরে আমন ধান চাষ বেশি হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এবারে ফলন বেশ ভালো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত