Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠান যেন ভয়ের জায়গা না হয়: আশিকুর

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৮
শিক্ষাপ্রতিষ্ঠান যেন ভয়ের জায়গা না হয়: আশিকুর

শিক্ষাপ্রতিষ্ঠান যেন শিক্ষার্থীদের কাছে ভয়ের জায়গা না হয় তা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাংসদ এইচ এন আশিকুর রহমান।

গতকাল শনিবার মিঠাপুকুরে শিক্ষা উপকরণ ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ আহ্বান জানান। উপজেলা প্রশাসন স্থানীয় বেগম রোকেয়া অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের ১০ ছাত্রীকে একটি করে বাইসাইকেল এবং ১৫ শিক্ষার্থীকে ৬ হাজার করে নগদ টাকা দেওয়া হয়। এ ছাড়া উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেট , ফুটবল ও ক্যারাম বোর্ড খেলার সরঞ্জাম বিতরণ করা হয়।

সাংসদ আশিকুর বলেন, শিক্ষকেরা হলেন সুন্দর শিক্ষাপ্রতিষ্ঠান ও অসাধারণ নাগরিক গড়ে তোলার কারিগর। শিক্ষাপ্রতিষ্ঠান যেন ভয়ের জায়গা না হয়। শিক্ষার্থীরা যাতে আনন্দ, উৎসবমুখর পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে, স্কুল-কলেজে সেই পরিবেশ গড়ে তোলা দরকার।

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তুলতে হবে এবং আর এ কাজটি শিক্ষকদের করতে হবে বলে মত দেন আশিকুর রহমান।

সাংসদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সন্তানদের শিক্ষা গ্রহণ ও জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছেন। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ দেওয়া এবং অসচ্ছল ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ।

শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। এতে আরও বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সহসভাপতি রেহানা আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ভিক্টর, শঠিবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহেদুল ইসলাম ও শিক্ষার্থী বৈশাখী মিনজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত