Ajker Patrika

টানা বৃষ্টিতে কৃষকের ৮ কোটি টাকার ক্ষতি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০: ২৩
টানা বৃষ্টিতে কৃষকের ৮ কোটি টাকার ক্ষতি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই দিনের টানা বৃষ্টিতে আলু, সরিষা, পেঁয়াজ, রসুন ও শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কৃষকের প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। বৃষ্টি চলে যাওয়ার ৫ দিন হয়ে গেলেও এখনো বেশির ভাগ জমির পানি শুকায়নি।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এখনো আলুর জমিগুলো পানির নিচে ডুবে রয়েছে। অনেকেই পাম্প মেশিন লাগিয়ে পানি সরানোর কাজ করছেন। এ ছাড়া অনেক শাকসবজির জমি একেবারেই নষ্ট হয়ে গেছে। এতে করে বেশির ভাগ কৃষকের মনোবল নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন তাঁরা। এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। টানা বৃষ্টিতে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরিষা ৭০০ হেক্টর, পেঁয়াজ ৫ হেক্টর, রসুন ৪ হেক্টর, শাকসবজি ১০ হেক্টর ক্ষতি হয়েছে।

কৃষক মো. ইয়াসিন বলেন, ‘আমি এবার ৮৪০ শতাংশ জমিতে আলু রোপণ করেছি। আমার প্রায় ৯ লাখ টাকার ওপরে খরচ হয়েছে। বৃষ্টিতে আমার অনেক জমি পানিতে তলিয়ে গেছে। এতে আমার প্রায় ৬ লাখ টাকার মতন বীজ নষ্ট হয়ে গেছে। আমি এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।’

স্থানীয় কৃষক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমার আলু এবং পেঁয়াজের জমি দুটোই নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে রোপণ করতে হবে। এতে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে। এখন সার, আলু বীজ, পেঁয়াজের বীজ অনেক দাম বেড়ে গেছে। এ বিষয়ে প্রশাসনের লক্ষ্য রাখা দরকার। যাতে করে সঠিক দামে বীজ পেতে পারি, এটাই আমাদের চাওয়া। তা না হলে এমনি আমরা মরে গেছি আরও মরে যাব।’

কৃষক জয়নাল আবেদীন বলেন, ‘কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হলো। প্রশাসনের লোকজন গুরুত্ব দিয়ে দেখছে না। তাঁরা কৃষকের খোঁজখবর নিচ্ছেন না। এখন সরকারের উচিত আমাদের প্রণোদনা দিয়ে নতুনভাবে যেন রোপণ করতে পারি, সেদিকে দৃষ্টি দেওয়া।’

উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ‘নিম্ন চাপ এবং অসময়ে বৃষ্টির কারণে আলু চাষিদের ক্ষতি হয়েছে। তবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আলু বপন শুরু হয়েছিল। যে সব জমিতে আলুর গাছ বা লতাপাতা গজিয়েছে সেই জমিতে ক্ষতি হওয়ার পরিমাণ কম। আর যে সব কৃষক সপ্তাহখানেকের মধ্যে বীজ লাগিয়েছেন তাঁদের ক্ষতির পরিমাণ বেশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত