Ajker Patrika

প্রবেশমূল্য কমানোর দাবিতে মানববন্ধন

সিলেট সংবাদদাতা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১১: ৪২
প্রবেশমূল্য কমানোর দাবিতে মানববন্ধন

গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলারবন এলাকায় পর্যটক এবং নৌকার প্রবেশ মূল্য কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রাতারগুল জলারবন ঘাটে এ মানববন্ধন করেন রাতারগুল গ্রামবাসী ও নৌকার মাঝিরা। এ সময় পর্যটকদের প্রবেশ মূল্য ২০ টাকা করা এবং নৌকা প্রবেশে ভ্যাট মওকুফের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বন বিভাগের পক্ষ থেকে বনে প্রবেশের জন্য প্রাপ্ত বয়স্কদের ৫৮ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের ২৮ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা অযৌক্তিক। এর ফলে পর্যটকেরা রাতারগুল থেকে মুখ ফিরিয়ে নেবেন। প্রবেশ মূল্য সহনশীল করে ২০ টাকার মধ্যে রাখার দাবি জানাচ্ছি। এ ছাড়া উপজেলা প্রশাসন থেকে নৌকা ভাড়া ৭৫০ টাকা নির্ধারণ করে দিয়ে তার ওপর থেকে ১১৫ টাকা ভ্যাট কেটে নেওয়া হচ্ছে মাঝিদের কাছ থেকে। এভাবে ১১৫ টাকা কেটে নিলে আমাদের না খেয়ে মরতে হবে। একজন মাঝি সপ্তাহে একবারই নৌকা নিয়ে ভেতরে যেতে পারেন, আনুষঙ্গিক বিভিন্ন খরচ রয়েছে। তার ওপর আরও ১১৫ টাকা কাটলে কীভাবে চলব আমরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মিনহাজ উদ্দিন, সোনা মিয়া, হারিছ মিয়া, ফখরুল ইসলাম, আব্দুল কাদির, সুফিয়ান, কয়ছর উদ্দিন, লাল আহমদ, আবুল হোসেন, খালেদ আহমদ, ইরফান আলী, কাসিম আলী, ফজলু মিয়া, লিয়াকত আলী, মনির ইসলাম, সৈয়দ আহমদ, মাজহারুল ইসলাম, কামাল উদ্দিন, বাবুল আহমদ, মজন ইসলাম, লায়েক আহমদ, আসলাম উদ্দিন, শরীফ ইসলাম, জুনেদ আহমদ, সাত্তার আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত