Ajker Patrika

দুর্ঘটনা দিয়ে গেল ভালোবাসার পাঠ

তাসনীম হাসান, চট্টগ্রাম
আপডেট : ০৭ জুন ২০২২, ১০: ৩০
Thumbnail image

একজন মানুষ কোনো দিন এত ভালোবেসেছে আর একজনকে? হয়তো বেসেছে, অথবা বাসেনি। উনুনে ফুটন্ত দুধ যেভাবে ঢাকনা সরিয়ে বেরোতে চায়, সেভাবে দিগ্‌বিদিক ঠেলে বেরিয়েছে ভালোবাসা। সবাই বলেছে, ‘ভয় নেই, আমি তোমার কাছেই আছি। আমি তোমাকে রক্ত দেব, ধোঁয়া-ওঠা গরম ভাত দেব, তোমার হাতে ধরিয়ে দেব জীবনদায়ী ওষুধ। তুমি সেরে ওঠো ভাই...।’

একটা দুর্ঘটনা মানুষকে ভালোবাসার পাঠ দিয়ে গেল। আর মানুষ মানুষকে আঁকড়ে ধরে পৃথিবীকে জানিয়ে দিল, ‘এই যে আমি, অক্সিজেন লাগলে বলবেন, খাবার লাগলে বলবেন, ওষুধ লাগলে বলবেন।’ সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পরও দগ্ধ মানুষদের বাঁচাতে চট্টগ্রামের একদল তরুণ এভাবেই দাঁড়িয়েছিলেন বুক পেতে। হাসপাতালে আসা রোগীদের ওয়ার্ডে নেওয়া, রক্ত, ওষুধ, চিকিৎসার সামগ্রী, খাবার, গাড়ি দেওয়া—কী না করেছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কাজ দেখে আনন্দে বুক ভাসিয়েছে মানুষ। 
কারা এরা, কোথাকার বাসিন্দা? এদের জন্য মেলায় খেলার টিকিট নেই, বাসে-ট্রেনে জায়গা নেই, চাকরিতে আসন নেই, শুধু নেই আর নেই। কিন্তু এদের আছে বুকভরা ভালোবাসা আর অদম্য সাহস। সেই টানে শনিবার রাতে বিস্ফোরণের খবর পেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছেন সবাই। কেউ শহর থেকে এসেছেন, কেউ এসেছেন শহরতলি থেকে। দূরের গ্রাম থেকেও এসেছেন অনেকে। কেউ বুকে সেঁটে এনেছেন ‘ওষুধ লাগলে বলুন’। কেউ প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে বলছেন ‘রক্ত লাগলে বলবেন’।

এই তরুণদেরই একদল গাউসিয়া কমিটির সদস্য। শনিবার রাত থেকে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা, ওষুদের ব্যবস্থা করার কাজ করেছেন তাঁরা।  চারটি অ্যাম্বুলেন্স নিয়ে তাঁরা সীতাকুণ্ড থেকে হাসপাতালে রোগী নিয়ে আসেন। এরপর জরুরি বিভাগের পাশে বসে রোগীদের স্বজনদের ওষুধ ও খাবার সরবরাহ করছিলেন সংগঠনটির সদস্যরা। 
গাউসিয়া কমিটির সমন্বয়ক কমিটির সদস্য আহসান হাবিব চৌধুরী বললেন, ‘বিস্ফোরণের পরপরই হাজারখানেক কর্মী নেমে পড়েন। নিজেরা ২৯টি মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।  

প্রাথমিক চিকিৎসা, তল্লাশি ও উদ্ধার দল–তিনটি দলে ভাগ হয়ে বিস্ফোরণের পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ শুরু করেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা। পাশাপাশি আরেকটি দল হাসপাতালে এসে অ্যাম্বুলেন্স থেকে দ্রুত রোগীদের নামিয়ে পুনরায় গাড়িটি ঘটনাস্থলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ বিভাগের প্রধান মোহাম্মদ মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ২০০ কর্মী রাতদিন সেবা দিয়ে যাচ্ছে। তথ্যসেবা কেন্দ্র খুলে রোগীর স্বজনদের প্রকৃত তথ্য দেওয়ার পাশাপাশি ওষুধ, পানি ও যাবতীয় ওষুধ সরবরাহ করে যাচ্ছি।’ জরুরি বিভাগের প্রবেশমুখের বাঁ পাশে বসে রোগীদের স্বজনদের সেবা দিয়ে যাচ্ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামের আরেকটি সংগঠনের কর্মীরা। তাঁরাও রোগী ও স্বজনদের খাবারের ব্যবস্থা করছিলেন।

বিভিন্ন সংগঠনের পাশাপাশি অনেক তরুণ রাজনৈতিক নেতাও মাঠে নেমেছেন রোগীদের সেবায়। ঘটনার পরপরই কর্মীদের নিয়ে হাসপাতালে আসেন ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক আরশেদুল আলম বাচ্চু। গতকালও রোগীদের ওষুধ ও খাবারের ব্যবস্থা করেন তিনি। আরশেদুল আলম বললেন, ‘সারা বছরই চেষ্টা করি মানুষের পাশে থাকার। এই দুর্যোগে তো আরও বেশি করে থাকতে হবে।’

রক্তের চাহিদার তুলনায় রক্তদাতার সংখ্যা অপ্রতুল–শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রক্তের জন্য এমন আকুতি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কয়েক শ শিক্ষার্থী কেউবা বাসে, কেউবা ট্রাকে করে ছুটে এসেছেন ২২ কিলোমিটার দূরের শহরে। সেই দলে ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুর নবী রবিন। তিনি বলেন, ‘রক্তের আকুতি জানতেই আমরা নেগেটিভ ব্লাড ডোনারদের নিয়ে ট্রাকে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাই। কারণ তখন ট্রাক ছাড়া কোনো গাড়ি ছিল না।’

আল মানাহিল ফাউন্ডেশন, তোহফা, মানবিক সংগঠন মুসাইদা, স্মাইল বাংলাদেশ, আঁরা চাটগাইয়া মানবিক সংস্থা, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, নিষ্ঠা ফাউন্ডেশনসহ বেশ কিছু সংগঠন ও বন্ধুদের দলকে হাসপাতালে দেখা গেছে রোগী ও স্বজনদের পাশে দাঁড়িয়েছে। দুর্যোগ মোকাবিলায় চিকিৎসক, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাঁদের ঝাঁপিয়ে পড়া দেখে সবাই বলছেন, এরাই আগামীর বাংলাদেশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত