Ajker Patrika

কান্না থামছে না কাউন্সিলর সোহেলের সন্তানদের

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ২৪
কান্না থামছে না কাউন্সিলর সোহেলের সন্তানদের

কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে নিহত কাউন্সিলর সোহেলের পরিবারের সদস্যদের কান্না থামছেই না। ঘটনার দুই দিনেও সন্তানেরা বিশ্বাস করতে পারছে না তাঁদের বাবা আর বাড়িতে ফিরবেন না। কিন্তু বাস্তবতা হলো, তাঁদের বাবা সত্যি আর ফিরবেন না। এই সত্য মেনে নিয়ে বিচারের দাবি সন্তানদের কণ্ঠে।

মহানগর আওয়ামী লীগের এই নেতার নির্মম মৃত্যুতে হতবাক সবাই। কাউন্সিলরের বাড়ির সামনে দাঁড়িয়ে গতকালও এলাকাবাসীদের কাঁদতে দেখা গেছে। প্রতিবেশী, স্বজন ও কাউন্সিলর সোহেলের পরিবারের সদস্যদের একটাই দাবি হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

নিহত কাউন্সিলর মো. সোহেল সুজানগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

কাউন্সিলর সোহেলের বড় ছেলে সৈয়দ নাদিম বলেন, ‘বাবার খুনিদের বিচারে সবার সহযোগিতা চাই। খুনিদের বিচার না হলে পরবর্তীতে এমন ঘটনা বাড়তে থাকবে। এর থেকে কেউ রেহায় পাবেন না।’

কলেজ পড়ুয়া মেয়ে মুনতাহা বলেন, ‘সহসাই বাবার হত্যাকারীদের গ্রেপ্তার করে যেন বিচারের আওতায় আনা হয়। আমাদের একটাই চাওয়া বাবার খুনিদের যেন ফাঁসি হয়।’

গত ২২ নভেম্বর সোমবার বিকালে কুমিল্লা সিটি কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. সোহেল ও সদস্য হরিপদ সাহাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত