Ajker Patrika

‘নয়া মানুষ’ সিনেমায় শফি মণ্ডল ও চন্দনার গান

‘নয়া মানুষ’ সিনেমায় শফি মণ্ডল ও চন্দনার গান

চরাঞ্চলে বসবাসরত প্রান্তিক মানুষের জীবন নিয়ে ‘নয়া মানুষ’ নামের সিনেমা নির্মাণ করছেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। সিনেমাটির টাইটেল গানে কণ্ঠ দিলেন চন্দনা মজুমদার ও শফি মণ্ডল। রণক ইকরামের কথায় গানটির সুর করেছেন প্লাবন কোরেশী, সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

সিনেমার গানটি নিয়ে চন্দনা মজুমদার বলেন, ‘সিনেমার গল্প চমকে ওঠার মতো। গানের কথায় যে আবেদন আছে, এমন কথা সচরাচর পাওয়া যায় না।’শফি মণ্ডল বলেন, ‘দারুণ একটা গান হয়েছে। খুব কম গান হৃদয় ছুঁয়ে যায়। এই গানটি সেই কম গানের তালিকায় থাকবে নিশ্চিত।’

নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গান “নয়া মানুষ”। দ্বৈত এই গানটিতে পুরো সিনেমার বিষয়বস্তু উঠে এসেছে।’

গত অক্টোবরে চাঁদপুরের কানুদির চরে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে সে সময় পুরো শুটিং শেষ না করেই ফিরে এসেছে শুটিং ইউনিট।শিগগিরই বাকি অংশের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। নির্মাতা বলেন, ‘গত বছরের অক্টোবরে চলচ্চিত্রের ৭০ শতাংশ কাজ শেষ করেছি। ইচ্ছা ছিল পুরোটা একবারে শেষ করার, কিন্তু সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে ৩০ শতাংশ কাজ আটকে যায়। শিগগিরই বাকি কাজ শেষ করব। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে রাখছি, কারণ এ বছরই আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই।’

আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে নয়া মানুষ। চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। নয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। ভাসতে ভাসতে মানুষ এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার সৃষ্টি হয়, তা নিয়েই সিনেমার গল্প। অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...