Ajker Patrika

নিজামের ১০ বছর সাজা ৫ লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৮
নিজামের ১০ বছর সাজা ৫ লাখ টাকা জরিমানা

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া গ্রামে বড় ভাই জহিরুল হক জহির হত্যা মামলায় নিজাম উদ্দিনকে ১০ বছরের সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় দেন।

ফেনী জজ আদালতের পিপি হাফেজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

রায়ের পর প্রতিক্রিয়া জানিয়ে নিহতের স্ত্রী ফাতেমা আক্তার বলেন, এ রায়ে তিনি সন্তুষ্ট নন। তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

২০১৯ সালের ২৬ মার্চ সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে জহিরুল হক জহিরকে পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে তাঁর শরীরে কড়াইয়ের গরম তেলে ঢেলে দেওয়া হয়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ২৭ মার্চ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ এপ্রিল সন্ধ্যায় মারা যান জহির।

এ ঘটনায় জহিরের ভগ্নিপতি ফজলুল করিম বাদী হয়ে ৪ এপ্রিল রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে নিহতের স্ত্রী ফাতেমা আক্তার রিমা বাদী হয়ে দেবর নিজাম উদ্দিনকে আসামি করে দাগনভূঞা থানায় হত্যা মামলা করেন।

মামলাটি প্রথমে তদন্তের দায়িত্ব পান থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি বদলি হয়ে যাওয়ায় এসআই মশিউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। তিনি ২০২০ সালের ২১ জানুয়ারি নিজাম উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই বছরের ১ নভেম্বর মামলাটি পুনঃতদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত। এরপর একই বছরের ২০ ডিসেম্বর মামলার অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোবারক হোসেন।

মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ১৩ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়। গত বছরের ১১ অক্টোবর আসামি নিজাম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু হয়। মামলার পর আসামি নিজাম উদ্দিন গ্রেপ্তার হয়। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন নিজাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত