Ajker Patrika

ইয়াবাসহ আটক ২ যুবক কারাগারে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১: ০৪
ইয়াবাসহ আটক ২ যুবক কারাগারে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ আটক দুই যুবককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়।

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার তালতলা বাজারে রাবের অভিযানে ইছমাহিল নামের এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭১০টি ইয়াবা বড়ি ও একটি মুঠোফোনও জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্য পাকুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৮৫টি ইয়াবা ও নগদ ২৫ হাজার টাকাসহ মো. ওসমান (৩৫) নামের আরেক যুবককে আটক করেছে র‍্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

অভিযান পরিচালনার তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের কোম্পানি কমান্ডার এম শোভন খান বিএন। আটক ওসমান মিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া গ্রামের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা করেছে র‍্যাব। পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয় এবং আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত