Ajker Patrika

অবৈধ অটোস্ট্যান্ড উচ্ছেদ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৪: ২০
Thumbnail image

ঈশ্বরগঞ্জে যানজট নিরসনে যত্রতত্র অটো-সিএনজি স্ট্যান্ড উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া।

সরেজমিনে দেখা যায়, তীব্র যানজট ও দুর্ঘটনার প্রবণতা কমাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ও পৌর এলাকার আশপাশে থাকা ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা, মাহেন্দ্রসহ তিন চাকার যান সরিয়ে দিচ্ছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া। এ ছাড়াও বাসগুলোকে নির্দিষ্ট টার্মিনালে থামিয়ে যাত্রী ওঠানামার নির্দেশ দেন তিনি।

ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের আশপাশে যত্রতত্র অটো-সিএনজি গড়ে ওঠায় এবং বাস থামিয়ে যাত্রী উঠানামা করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তাই ওখান থেকে অটো-সিএনজিসহ তিন চাকার যানগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বাসগুলোকেও এখানে না থামানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত