Ajker Patrika

চিকিৎসা শেষে বাসায় হাতিরঝিলের ওসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৯: ১০
চিকিৎসা শেষে বাসায় হাতিরঝিলের ওসি

রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বিজয় দিবসের অনুষ্ঠানে দর্শকদের মারামারি থামাতে গিয়ে আহত হন হাতিরঝিল থানার কয়েকজন পুলিশ সদস্য। গত বুধবার রাতের এ ঘটনায় আহতদের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদও রয়েছেন। ইটের আঘাতে মাথা ফেটেছে তাঁর। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন শঙ্কামুক্ত। চিকিৎসকদের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক।

তিনি আরও জানান, এ ঘটনায় থানার নিয়মিত কার্যক্রম হিসেবে জিডি হয়েছে, তবে মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি। তবে অ্যাম্ফিথিয়েটারের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ওসি আব্দুর রশিদের সর্বশেষ অবস্থা জানতে চাইলে মহিউদ্দিন ফারুক বলেন, চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন। এখন বিশ্রামে আছেন।

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ ডিসেম্বর থেকে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে টানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। গত বুধবার বিজয়ের দিবসের আগের রাতের অনুষ্ঠান দেখতে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি দর্শক সেখানে উপস্থিত হন। ভেতরে প্রবেশ নিয়ে একপর্যায়ে কিছু দর্শকের মধ্যে মারামারি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ইটের আঘাতে ওসির মাথা ফেটে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত