Ajker Patrika

ছুরিকাঘাতে ভ্যানচালক আহত, দুজন আটক

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১২: ৩৯
ছুরিকাঘাতে ভ্যানচালক আহত, দুজন আটক

কুষ্টিয়ার কুমারখালীতে কথা-কাটাকাটির জেরে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে করে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার দুপুরে কুমারখালী স্টেশনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আটককৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার উত্তর মিলপাড়ার নুর আলম (২৩) ও তাঁর সঙ্গী শিমুল (২১)।

আহত মারুফ হোসেন বলেন, ‘গতকাল দুপুরে আমি আমার ভ্যান নিয়ে আসার পথে নুর আলম ও শিমুল নামের দুই যুবকের ধাক্কা লাগে। এতে আমার ভ্যানে সামনের খাঁচা ভেঙে যায়। আমি ক্ষতি পূরণ চাইলে তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে একজন পকেট থেকে ছুরি বের করে আমার পায়ে আঘাত করেন। আমি এ ঘটনা বিচার চাই।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। তাঁরা আমাদের হেফাজতে রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত