Ajker Patrika

বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৪৬
বাড়ছে মোটরসাইকেল দুর্ঘটনা

মেহেরপুরে কিছুতেই কমছে না সড়ক দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েই চলেছে। তরুণদের দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো এবং মোটরসাইকেল রেসিংয়ের কারণে এসব দুর্ঘটনা ঘটছে। তবে পুলিশ সড়কে মোটরসাইকেলের গতিনিয়ন্ত্রণে মাঠে নেমেছে।

গত ২০ দিনে মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। হতাহত সবারর বয়স ১৮ থেকে ৩২ বছর। সর্বশেষ গত শনি ও রোববার দুই দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুজন হলো কলেজ ছাত্র রাব্বি হোসেন এবং ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ইয়াহিয়া খাঁন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বীজ ফার্মের দ্বিতীয় গেটের সামনে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাব্বি হোসেন (২১) গুরুতর আহত হলে তাঁকে দ্রুত রাজশাহীতে রেফার করা হয়। তাঁর বাড়ি উপজেলার তারানগর গ্রামে।

এর আগে শনিবার একই স্থানে তিনটি মোটরসাইকেল রেসে অংশ নিতে সংঘর্ষ হলে ওষুধ বিক্রয় প্রতিনিধি ইয়াহিয়া খানের মৃত্যু হয়। তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, তিনটি মোটরসাইকেল চুয়াডাঙ্গা থেকে রেসিং করতে করতে মেহেরপুর আসছিল। এ সময় ওষুধ বিক্রয় প্রতিনিধি ইয়াহিয়া মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইয়াহিয়া।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা জানান, নিহতের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। আর মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে।

মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম জানান, কিছুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মুজিবনগরে ৩ জন মারা গেছে। জেলায় মোটরসাইকেল দুর্ঘটনা বেশি। এর কারণ তরুণদের মোটরসাইকেল রেসিং। পুলিশ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনারোধে মাঠে অভিযান শুরু করেছে। কেউ দ্রুত গতিতে মোটরসাইকেল চালালে তাঁকে আইনের আওতায় আনা শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত