Ajker Patrika

দাগনভূঞার এক ইউপিতে ইভিএমে ভোট

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৬
দাগনভূঞার এক ইউপিতে ইভিএমে ভোট

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জায়লস্কর ইউপিতে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৩৩৪ জন ও মহিলা ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৮ জন। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে এই ইউপিতে ১২ কেন্দ্রের ৯০টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এর মধ্যে তিনটি অস্থায়ী ভোটকেন্দ্র রয়েছে।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘নির্বাচনের আগে নির্দিষ্ট সময়ে ৯০টি বুথে কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিট স্থাপন করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

এই উপজেলায় ছয়টি ইউপির মধ্যে পাঁচটিতে নৌকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত