Ajker Patrika

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাস্তি দাবি

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫: ৩৫
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাস্তি দাবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক আজকের পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি এসএম জুবাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। এ সময় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। গতকাল সোমবার দুপুরে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা।

গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এইচএম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্যসচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আরিফ আহম্মেদ।

বক্তারা বলেন, সাংবাদিকেরা কারও প্রতিপক্ষ নয়। তারপরও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে বারবার হামলার শিকার হতে হচ্ছে, এটা দুঃখজনক। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে জুবাইদুল ইসলামের ওপর যে হামলা হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার জন্য অশনিসংকেত। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা। এ ছাড়া অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, গত রোববার ইউপি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জুবাইদুল ইসলাম হামলার শিকার হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত