Ajker Patrika

কঠিন চীবর দানোৎসব পুণ্যার্থীদের ভিড়

বান্দরবান ও বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ০৩
Thumbnail image

বান্দরবান সদরের উজানীপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে দ্বিতীয় চীবর দানোৎসব উদ্‌যাপিত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিহার প্রাঙ্গণে এই দানোৎসবের আয়োজন করে দায়ক-দায়িকা ও সেবক সংঘ।

চীবর দান উপলক্ষে প্রথমেই জাতীয় ও বৌদ্ধ ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিহার প্রাঙ্গণে সমবেত হয়। এ সময় বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের উপস্থিত থেকে পঞ্চশীল প্রার্থনা প্রদান করেন।

অনুষ্ঠানে চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ মহা সংঘনায়ক ভদন্ত পামোক্ষা মহাথের, কাইন্তারমুখ পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উপ সংঘরাজ রাজনিকায় ভদন্ত মিহিন্দা মহাথের, নাইক্ষ্যংছড়ি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসভা মহাথের, রামগড় মহামুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সুরিন্দা মহাথের, বোমাং সার্কেল চীফ (রাজা) উচপ্রু, মংওয়ে প্রু, নুশৈ প্রু, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরীসহ বিভিন্ন বিহারের বিহারাধ্যক্ষ ও উপাসক-উপাসিকারা উপস্থিত ছিলেন।

এদিকে বিলাইছড়ি প্রতিনিধি জানান, রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাইংখ‍্যং শাখা বনবিহারে বিশতম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রথম পর্বে আত্ম পরিশুদ্ধির জন‍্য শীল গ্রহণের মধ‍্যদিয়ে সংঘদান ও বুদ্ধপূজাসহ নানাবিধ দান সম্পাদন করা হয়। বিকেলে দ্বিতীয় পর্বে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম মহান কঠিন চীবর দানসহ অষ্ট পরিষ্কারদান, সহস্র প্রদীপ ও আকাশ প্রদীপদান অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত