যশোর প্রতিনিধি
জমকালো আয়োজনে যশোরে ‘বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব’ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে ‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ স্লোগানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন।
উদ্বোধনী দিনে প্রথম কর্মসূচি হিসেবে ৫০ সংগীত শিল্পীর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জেলার ৫০ বীর মুক্তিযোদ্ধা জাতীয় পতাকা উত্তোলন করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান। আরও বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার ও মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মণি। বুধবার থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বিকেল সাড়ে তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক উৎসব চলবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয়ের পর প্রবাসী বা মুজিবনগর সরকারের প্রথম জনসভা হয়েছিল যশোরের টাউন হল ময়দানে। দেশের ঐতিহ্যবাহী এ টাউন হল ময়দান ও স্বাধীনতা উন্মুক্ত মঞ্চ সংস্কারের জন্য ইতিমধ্যে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই সংস্কারকাজ বাস্তবায়ন করা হবে।’ আগামী বছর টাউন হল মাঠে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে বৃহৎ আকারে অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব উদ্যাপন পর্ষদের চেয়ারম্যান হাবিবা শেফা, সদস্যসচিব সানোয়ার আলম খান দুলু, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সুকুমার দাস, দিপংকর দাস রতন, হারুনার রশীদ প্রমুখ।
জমকালো আয়োজনে যশোরে ‘বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব’ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে ‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ স্লোগানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন।
উদ্বোধনী দিনে প্রথম কর্মসূচি হিসেবে ৫০ সংগীত শিল্পীর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জেলার ৫০ বীর মুক্তিযোদ্ধা জাতীয় পতাকা উত্তোলন করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) তমিজুল ইসলাম খান। আরও বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার ও মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মণি। বুধবার থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বিকেল সাড়ে তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক উৎসব চলবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয়ের পর প্রবাসী বা মুজিবনগর সরকারের প্রথম জনসভা হয়েছিল যশোরের টাউন হল ময়দানে। দেশের ঐতিহ্যবাহী এ টাউন হল ময়দান ও স্বাধীনতা উন্মুক্ত মঞ্চ সংস্কারের জন্য ইতিমধ্যে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই সংস্কারকাজ বাস্তবায়ন করা হবে।’ আগামী বছর টাউন হল মাঠে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে বৃহৎ আকারে অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব উদ্যাপন পর্ষদের চেয়ারম্যান হাবিবা শেফা, সদস্যসচিব সানোয়ার আলম খান দুলু, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সুকুমার দাস, দিপংকর দাস রতন, হারুনার রশীদ প্রমুখ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫