খান রফিক, বরিশাল
নির্বাচনী হাওয়া বইছে বরিশালের তৃণমূলে। জেলার ৯টি ইউপিতে ভোটকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মেহেন্দীগঞ্জ ও হিজলার ৮টি ও উজিরপুরের একটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট আগামী ১৫ জুন। স্থানীয় আওয়ামী লীগ গত সোমবার রাতে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে। এলাকায় সাংসদ পংকজবিরোধীরা খুশি এই মনোনয়নে। কারণ সাংসদ পংকজ নাথ অনুসারীরা ছিটকে পড়েছেন। তবে মনোনয়নবঞ্চিতরা মাঠ ছাড়ছেন না বলে একাধিক সূত্রে জানা গেছে। এদিকে বিএনপিসহ অন্য সব দলের কোনো প্রার্থী না থাকায় এ নির্বাচন অনেকটা একপেশে হবে বলে ধারণা করা হচ্ছে।
মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, তাঁর উপজেলায় ৬টি ইউনিয়নে নির্বাচন হবে। এগুলো হচ্ছে আন্ধারমানিক, বিদ্যানন্দপুর, লতা, জয়নগর, চরএককোরিয়া এবং গোবিন্দপুর। ১৭ মে পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়। হিজলা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় তথ্যমতে, সেখানে দুটি ইউপি যথাক্রমে ধুলখোলা ও হিজলা গৌরবদীতে একই দিন ভোট হবে। এ ছাড়া উজিরপুরের শিকারপুরেও ওই দিন ভোট।
খোঁজ নিয়ে জানা গেছে, মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার চারটি ইউনিয়নে ভোটের আমেজ সবচেয়ে বেশি। স্থানীয় জেলা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সোমবার রাতে আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নের সুপারিশ করেছে আলাউদ্দিন কবিরাজকে। তবে এ ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম মনোনয়ন পাচ্ছেন না। গতবার তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হয়ে সাংসদ পংকজের পক্ষ অবলম্বন করেছিলেন। এবারও মহিদুল ভোটে অংশ নেবেন বলে জানা গেছে।
বিদ্যানন্দপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন জব্বার খান। এ ইউনিয়নেও সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল মিয়া মনোনয়নবঞ্চিত হচ্ছেন। তিনিও সাংসদ পংকজের অনুসারী। যদিও মাঠ ছাড়ছেন না জলিল।
লতা ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান নেহালকে স্থানীয় আওয়ামী লীগ চেয়ারম্যান হিসেবে প্রস্তাব রেখেছে। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকছেন আবু রাশেদ মনির।
জয়নগর ইউপিতে মনোনয়ন পাচ্ছেন সেকেন্দার আলী আবু জাফর। তবে মনোনয়নবঞ্চিত সদ্য সাবেক চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার বলেন, লবিং গ্রুপিংয়ে তিনি মনোনয়ন পাননি। গতবারও মনোনয়ন না পেয়ে জনগণের ভালোবাসা নিয়ে বিজয় লাভ করেছেন। এবারও ভোটে থাকবেন।
চরএককুরিয়া ইউপিতে এবারও চেয়ারম্যান হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন মকিম তালুকদার। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়তে পারেন আবু হোসেন হাওলাদার, রুহুল আমিন পলাশ।
গবিন্দপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন পাচ্ছেন বেল্লাল মোল্লা। তবে সাংসদ অনুসারী সদ্য সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার বলেন, বেল্লাল মোল্লা হত্যাসহ একাধিক মামলার আসামি। তার ভাইও পার্শ্ববর্তী ইউপি চেয়ারম্যান। এরপরও কী করে মনোনয়ন পান? তিনি প্রার্থী হবেন বলে জানান মহিউদ্দিন।
কাজির হাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া বলেন, স্থানীয় আওয়ামী লীগ এদের নাম কেন্দ্রে প্রস্তাব করেছেন। কেন্দ্রীয়ভাবে ১৩ মে নাম ঘোষণা করা হবে। তিনি বলেন, যাঁরা মনোনয়ন পাননি তাঁরা বিদ্রোহী ছিলেন। তাঁরা তো আওয়ামী লীগই না। এমপি পংকজের সমর্থনে মনোনয়ন না পেয়ে অনেকে প্রার্থী হবে বলে শোনা যায়। সেরকম পরিবেশ এখনো আছে।
তবে এমপি পংকজ অনুসারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম ভুলু বলেন, পংকজের পক্ষ করেন বলে অনেক চেয়ারম্যান মনোনয়নবঞ্চিত হচ্ছেন। অথচ তাঁদের জনসমর্থন আছে। ভোট হলে তাঁরা আবার নির্বাচিত হবেন।
তিনি বলেন, গবিন্দপুর দুটি হত্যা মামলার আসামি বেল্লালকে মনোনয়ন দিচ্ছে। তাঁর ভাই পার্শ্ববর্তী উলানিয়ার চেয়ারম্যান। এখানে চেয়ারম্যান মহিউদ্দিন এবারও নির্বাচিত হবেন। আওয়ামী লীগ নেতা খোরশেদ বলেন, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা টাকা-পয়সা খেয়ে মনোনয়ন বাণিজ্য করেছেন।
এদিকে হিজলা উপজেলা ধুলখোলা ইউপিতে মাওলানা জসিম উদ্দিন এবং হিজলা গৌরবদী ইউপিতে নজরুল ইসলাম মিলন আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন। ধুলখোলায় জামাল ঢালী শক্ত প্রতিদ্বন্দ্বী।
এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনসুর আহমেদ জানান, তাঁরা স্থানীয় মনোনয়ন বোর্ড প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছেন। তিনি বলেন, সাংসদের লোক তাই মনোনয়ন পায়নি, এটা ঠিক না। তাহলে হিজলার মিলন কার লোক? বিএনপিসহ অন্য দলের প্রার্থী না থাকা প্রসঙ্গে বলেন, কে নির্বাচন করল আর কে না করল, তাতে কি আসে যায়?
নির্বাচনী হাওয়া বইছে বরিশালের তৃণমূলে। জেলার ৯টি ইউপিতে ভোটকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মেহেন্দীগঞ্জ ও হিজলার ৮টি ও উজিরপুরের একটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট আগামী ১৫ জুন। স্থানীয় আওয়ামী লীগ গত সোমবার রাতে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে। এলাকায় সাংসদ পংকজবিরোধীরা খুশি এই মনোনয়নে। কারণ সাংসদ পংকজ নাথ অনুসারীরা ছিটকে পড়েছেন। তবে মনোনয়নবঞ্চিতরা মাঠ ছাড়ছেন না বলে একাধিক সূত্রে জানা গেছে। এদিকে বিএনপিসহ অন্য সব দলের কোনো প্রার্থী না থাকায় এ নির্বাচন অনেকটা একপেশে হবে বলে ধারণা করা হচ্ছে।
মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, তাঁর উপজেলায় ৬টি ইউনিয়নে নির্বাচন হবে। এগুলো হচ্ছে আন্ধারমানিক, বিদ্যানন্দপুর, লতা, জয়নগর, চরএককোরিয়া এবং গোবিন্দপুর। ১৭ মে পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়। হিজলা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় তথ্যমতে, সেখানে দুটি ইউপি যথাক্রমে ধুলখোলা ও হিজলা গৌরবদীতে একই দিন ভোট হবে। এ ছাড়া উজিরপুরের শিকারপুরেও ওই দিন ভোট।
খোঁজ নিয়ে জানা গেছে, মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার চারটি ইউনিয়নে ভোটের আমেজ সবচেয়ে বেশি। স্থানীয় জেলা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সোমবার রাতে আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নের সুপারিশ করেছে আলাউদ্দিন কবিরাজকে। তবে এ ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম মনোনয়ন পাচ্ছেন না। গতবার তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হয়ে সাংসদ পংকজের পক্ষ অবলম্বন করেছিলেন। এবারও মহিদুল ভোটে অংশ নেবেন বলে জানা গেছে।
বিদ্যানন্দপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন জব্বার খান। এ ইউনিয়নেও সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল মিয়া মনোনয়নবঞ্চিত হচ্ছেন। তিনিও সাংসদ পংকজের অনুসারী। যদিও মাঠ ছাড়ছেন না জলিল।
লতা ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান নেহালকে স্থানীয় আওয়ামী লীগ চেয়ারম্যান হিসেবে প্রস্তাব রেখেছে। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকছেন আবু রাশেদ মনির।
জয়নগর ইউপিতে মনোনয়ন পাচ্ছেন সেকেন্দার আলী আবু জাফর। তবে মনোনয়নবঞ্চিত সদ্য সাবেক চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার বলেন, লবিং গ্রুপিংয়ে তিনি মনোনয়ন পাননি। গতবারও মনোনয়ন না পেয়ে জনগণের ভালোবাসা নিয়ে বিজয় লাভ করেছেন। এবারও ভোটে থাকবেন।
চরএককুরিয়া ইউপিতে এবারও চেয়ারম্যান হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন মকিম তালুকদার। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়তে পারেন আবু হোসেন হাওলাদার, রুহুল আমিন পলাশ।
গবিন্দপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন পাচ্ছেন বেল্লাল মোল্লা। তবে সাংসদ অনুসারী সদ্য সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার বলেন, বেল্লাল মোল্লা হত্যাসহ একাধিক মামলার আসামি। তার ভাইও পার্শ্ববর্তী ইউপি চেয়ারম্যান। এরপরও কী করে মনোনয়ন পান? তিনি প্রার্থী হবেন বলে জানান মহিউদ্দিন।
কাজির হাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া বলেন, স্থানীয় আওয়ামী লীগ এদের নাম কেন্দ্রে প্রস্তাব করেছেন। কেন্দ্রীয়ভাবে ১৩ মে নাম ঘোষণা করা হবে। তিনি বলেন, যাঁরা মনোনয়ন পাননি তাঁরা বিদ্রোহী ছিলেন। তাঁরা তো আওয়ামী লীগই না। এমপি পংকজের সমর্থনে মনোনয়ন না পেয়ে অনেকে প্রার্থী হবে বলে শোনা যায়। সেরকম পরিবেশ এখনো আছে।
তবে এমপি পংকজ অনুসারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম ভুলু বলেন, পংকজের পক্ষ করেন বলে অনেক চেয়ারম্যান মনোনয়নবঞ্চিত হচ্ছেন। অথচ তাঁদের জনসমর্থন আছে। ভোট হলে তাঁরা আবার নির্বাচিত হবেন।
তিনি বলেন, গবিন্দপুর দুটি হত্যা মামলার আসামি বেল্লালকে মনোনয়ন দিচ্ছে। তাঁর ভাই পার্শ্ববর্তী উলানিয়ার চেয়ারম্যান। এখানে চেয়ারম্যান মহিউদ্দিন এবারও নির্বাচিত হবেন। আওয়ামী লীগ নেতা খোরশেদ বলেন, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা টাকা-পয়সা খেয়ে মনোনয়ন বাণিজ্য করেছেন।
এদিকে হিজলা উপজেলা ধুলখোলা ইউপিতে মাওলানা জসিম উদ্দিন এবং হিজলা গৌরবদী ইউপিতে নজরুল ইসলাম মিলন আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন। ধুলখোলায় জামাল ঢালী শক্ত প্রতিদ্বন্দ্বী।
এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনসুর আহমেদ জানান, তাঁরা স্থানীয় মনোনয়ন বোর্ড প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছেন। তিনি বলেন, সাংসদের লোক তাই মনোনয়ন পায়নি, এটা ঠিক না। তাহলে হিজলার মিলন কার লোক? বিএনপিসহ অন্য দলের প্রার্থী না থাকা প্রসঙ্গে বলেন, কে নির্বাচন করল আর কে না করল, তাতে কি আসে যায়?
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫