Ajker Patrika

মাছ শিকারের অবৈধ যন্ত্রাংশ জব্দ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১২: ৩৪
মাছ শিকারের অবৈধ যন্ত্রাংশ জব্দ

চাঁদপুরের ফরিদগঞ্জের ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে মাছ শিকারের অবৈধ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমার নেতৃত্বে গত শনিবার রাত ৮টার দিকে ডাকাতিয়া নদীর টোরা মুন্সিরহাট ও কামতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ব্যাটারী ও ইনর্ভাটারের সাহায্যে বৈদ্যুতিক শর্ট সার্কিট দিয়ে মাছ শিকারের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, এসব বৈদ্যুতিক সারাঞ্জম পানিতে দেওয়া হয়। এ সময় আশ-পাশের ১৫ থেকে ২০ ফুট পানি বিদ্যুতায়িত হয়ে ওই সকল মাছ মারা যায়। যা সম্পূর্ণ বেআইনি ও অপরাধের শামিল। এমন খবর পেয়ে এই অভিযান চালানো হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা বলেন, ইলেকট্রিক সার্কিট দিয়ে এভাবে সরাসরি মাছ ধরার কোন অনুমতি নেই। উপজেলার ডাকাতিয়া নদীর বিভিন্ন অংশে, খালে-বিলে নির্বিচারে ইলেকট্রক শক দিয়ে অভিনব পদ্ধতিতে দীর্ঘিদন ধরে মাছ নিধন করে চলছে একটি চক্র। এতে দেশীয় প্রজাতির মাছ ও মাছের পোনা নিধন হচ্ছে নির্বিচারে। ফলে দেশীয় প্রজাতির মাছ হুমকির মুখে পড়েছে। দেশের সম্পদ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত