Ajker Patrika

মুরাদের বিরুদ্ধে না.গঞ্জে মামলার আবেদন

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০৮: ৪৪
মুরাদের বিরুদ্ধে না.গঞ্জে মামলার আবেদন

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক নাহিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘খ’ অঞ্চলে আবেদনটি করেন অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।

মামলার আবেদনে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অনলাইনে কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে। তবে আদালত মামলার বিষয়টি বিবেচনায় রেখেছেন।

অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক। তার পক্ষে আবেদন দাখিল করেন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির।

বাদীপক্ষের আইনজীবী বলেন, দণ্ডবিধির ১৫৩ (ক), ৫০৫ (ক) ও ৫০৯ ধারায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও নাহিদ হেলালের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বিষয়টি আদালত বিবেচনায় রেখেছেন। এখনো এই বিষয়ে কোনো আদেশ হয়নি।

বাদী ওমর ফারুক নয়ন বলেন, ‘বিবাদীরা ডিজিটাল মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে জাইমা রহমানকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও অশালীন মন্তব্য করেছেন। এসব অভিযোগে দণ্ডবিধির তিনটি ধারায় আমরা আদালতে মামলার আবেদন করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত