Ajker Patrika

বিস্ফোরণে আহত বোমা কারিগরের মৃত্যু

গৌরনদী প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ২২
বিস্ফোরণে আহত বোমা কারিগরের মৃত্যু

গৌরনদীতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় আহত কারিগর হারুন হাওলাদার (৫০) চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। হারুন হাওলাদারের ছোট ভাই সালাউদ্দিন হাওলাদার তাঁর মৃত্যুর কথা স্বীকার করেছেন। এদিকে এ ঘটনায় পার্কের মধ্যকার চায়ের দোকানি পিতা-পুত্রসহ দীর্ঘদিন থেকে ঢাকায় বসবাসরত এক প্রতিবন্ধী ব্যক্তিকে আসামি করা হয়েছে।

হারুন হাওলাদারের ছোট ভাই সালাউদ্দিন হাওলাদার বলেন, ‘গত শুক্রবার রাত একটার দিকে বেসরকারি বিনোদনকেন্দ্র ফারিয়া গার্ডেনের একটি পরিত্যক্ত টিনের ঘরে বোমা বানাতে গিয়ে বড় ভাই হারুন হাওলাদার, কাওছার ফকির ও রায়হান ফকিরসহ কয়েকজন আহত হন। পুলিশের ভয়ে আহতেরা গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। আমার ভাইকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত শনিবার ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে মারা যান। ময়নাতদন্ত শেষে আমাদের কাছে হস্তান্তর করা হয়।’

এদিকে এজাহারভুক্ত আসামি রফিকুল ইসলাম ওরফে শাহীনের সঙ্গে মোবাইলে কথা হলে অভিযোগ করে বলেন, ‘আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা পারি না। ১০ বছর ধরে গৌরনদী থাকি না। আমাকে হয়রানি করতে আসামি করা হয়েছে।’ আরেক আসামি আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, ‘আমি গরিব মানুষ, চা বিক্রি করে পরিবার চালাই। আমি কিছুই জানি না। আমাকে ও আমার পুত্র নিরীহ মহসীনকে আসামি করা হয়েছে।’

জাদুশিল্পী মো. মহাসিন বলেন, ‘কয়েক দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আমি আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। এখনো বিছানায় আছি।’

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রফিকুল ইসলাম কাজলের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে বলেন, ‘আমি ঢাকায় থাকি। হয়রানি করতে আমাকে আসামি করা হয়েছে।’

মামলার বাদী উপপরিদর্শক ইমাম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত পরিচ্ছন্নতা কর্মী আবদুর রহমানের দেওয়া তথ্য মতে তাদের আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. কামাল হোসেন বোমা তৈরির কারিগর হারুন হাওলাদারের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘উপপরিদর্শক ইমাম হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে রোববার থানায় একটি মামলা দায়ের করেছেন।’

ফায়িয়া গার্ডেন পার্কের মালিক গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বলেন, ‘ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম। বোমা বানানোর সঙ্গে জড়িতরা পার্কের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে ঢুকে পরিত্যক্ত ঘরে বোমা বানান।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, বোমা তৈরির ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত