রণবীর কাপুরকে খুবই স্নেহ করেন সঞ্জয় দত্ত। সঞ্জয়ের জীবনের গল্প নিয়ে ‘সঞ্জু’ নামে যে সিনেমাটি তৈরি করেছিলেন রাজকুমার হিরানি, তাতে সঞ্জয় দত্তের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন রণবীর। আর আলিয়া ভাটকে তো চোখের সামনেই বড় হতে দেখলেন সঞ্জয়। ‘সাদাক ২’ সিনেমায় একসঙ্গে অভিনয়ও করেছেন। রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে তাই সঞ্জয় দত্ত কী বলেন, সেটা নিয়ে আগ্রহ ছিল সংবাদমাধ্যমের।
‘কেজিএফ ২’ নিয়ে সঞ্জয় দত্ত হাজির হয়েছিলেন সংবাদমাধ্যমের সামনে। রণবীর-আলিয়ার বিয়ে প্রসঙ্গে খানিকটা অবাক হওয়ার ভান করে সঞ্জয় বলেন, ‘সে কী! রণবীর সত্যিই বিয়ে করছে তাহলে!’ একগাল হেসে নতুন জীবনের জন্য রণবীর-আলিয়াকে শুভকামনা জানিয়ে সঞ্জয় দত্ত বলেন, ‘বিয়ে একটা অঙ্গীকার, একসঙ্গে থাকার, দীর্ঘ পথ চলার। রণবীর আর আলিয়া যেন হাসিমুখে সব প্রতিশ্রুতি পূরণ করতে পারে, সেই কামনা করি।’
দাম্পত্যজীবনে অনেক সময় অনেক সমস্যা আসে। এ বিষয়টি মাথায় রেখে হবু দম্পতির উদ্দেশে সঞ্জয় দত্ত বলেন, ‘কিছু সমস্যা হয়ই। জীবনের পথ মসৃণ নয়। তবে সেখানে রেলগাড়ি ছোটালে চলবে না। সংঘাতের সময় একজনকে পিছিয়ে আসতে হবে। অনেক পথ বাকি। আনন্দ, উচ্ছ্বাস, দুঃখ—সবকিছু কাঁধে কাঁধ মিলিয়ে ভাগ করে নিতে হবে, এর নামই বিয়ে।’ রণবীর ও আলিয়াকে তাড়াতাড়ি সন্তান নেওয়ার পরামর্শও দিয়েছেন সঞ্জয় দত্ত।
রণবীর-আলিয়ার বিয়েকে কেন্দ্র করে সাজসাজ রব বলিউডজুড়ে। কখন বিয়ে, অতিথির তালিকা, বিয়ের মেন্যু থেকে শুরু করে সব খুঁটিনাটি নিয়ে চলছে জল্পনা। তবে কবে হবে সেই বিয়ে তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ১৫ এপ্রিল রাতে বসবে ‘রণলিয়া’র বিয়ের আসর।
জমকালোভাবে সব প্রস্তুতি শুরু হলেও কাপুর পরিবারের তরফ থেকে বিয়ের তারিখ নির্দিষ্ট করে জানানো হয়নি। একেক সময় একেক তারিখ উল্লেখ করছেন তাঁরা। রণবীর নিজেও আছেন ধরাছোঁয়ার বাইরে। বিয়ের দাওয়াতিরাও মুখ খুলছেন না এ নিয়ে।
কাপুর পরিবারের মতো ভাট পরিবারের সদস্যরাও যেন মুখে কুলুপ এঁটেছেন। এড়িয়ে চলছেন গণমাধ্যমকে। বিয়ের প্রস্তুতি কিংবা দিনক্ষণ নিয়ে মুখ খুলছেন না তাঁরাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, বিয়ের পর ভাট নয়, আলিয়া কাপুর হতে চান তিনি।
রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:
রণবীর কাপুরকে খুবই স্নেহ করেন সঞ্জয় দত্ত। সঞ্জয়ের জীবনের গল্প নিয়ে ‘সঞ্জু’ নামে যে সিনেমাটি তৈরি করেছিলেন রাজকুমার হিরানি, তাতে সঞ্জয় দত্তের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন রণবীর। আর আলিয়া ভাটকে তো চোখের সামনেই বড় হতে দেখলেন সঞ্জয়। ‘সাদাক ২’ সিনেমায় একসঙ্গে অভিনয়ও করেছেন। রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে তাই সঞ্জয় দত্ত কী বলেন, সেটা নিয়ে আগ্রহ ছিল সংবাদমাধ্যমের।
‘কেজিএফ ২’ নিয়ে সঞ্জয় দত্ত হাজির হয়েছিলেন সংবাদমাধ্যমের সামনে। রণবীর-আলিয়ার বিয়ে প্রসঙ্গে খানিকটা অবাক হওয়ার ভান করে সঞ্জয় বলেন, ‘সে কী! রণবীর সত্যিই বিয়ে করছে তাহলে!’ একগাল হেসে নতুন জীবনের জন্য রণবীর-আলিয়াকে শুভকামনা জানিয়ে সঞ্জয় দত্ত বলেন, ‘বিয়ে একটা অঙ্গীকার, একসঙ্গে থাকার, দীর্ঘ পথ চলার। রণবীর আর আলিয়া যেন হাসিমুখে সব প্রতিশ্রুতি পূরণ করতে পারে, সেই কামনা করি।’
দাম্পত্যজীবনে অনেক সময় অনেক সমস্যা আসে। এ বিষয়টি মাথায় রেখে হবু দম্পতির উদ্দেশে সঞ্জয় দত্ত বলেন, ‘কিছু সমস্যা হয়ই। জীবনের পথ মসৃণ নয়। তবে সেখানে রেলগাড়ি ছোটালে চলবে না। সংঘাতের সময় একজনকে পিছিয়ে আসতে হবে। অনেক পথ বাকি। আনন্দ, উচ্ছ্বাস, দুঃখ—সবকিছু কাঁধে কাঁধ মিলিয়ে ভাগ করে নিতে হবে, এর নামই বিয়ে।’ রণবীর ও আলিয়াকে তাড়াতাড়ি সন্তান নেওয়ার পরামর্শও দিয়েছেন সঞ্জয় দত্ত।
রণবীর-আলিয়ার বিয়েকে কেন্দ্র করে সাজসাজ রব বলিউডজুড়ে। কখন বিয়ে, অতিথির তালিকা, বিয়ের মেন্যু থেকে শুরু করে সব খুঁটিনাটি নিয়ে চলছে জল্পনা। তবে কবে হবে সেই বিয়ে তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ১৫ এপ্রিল রাতে বসবে ‘রণলিয়া’র বিয়ের আসর।
জমকালোভাবে সব প্রস্তুতি শুরু হলেও কাপুর পরিবারের তরফ থেকে বিয়ের তারিখ নির্দিষ্ট করে জানানো হয়নি। একেক সময় একেক তারিখ উল্লেখ করছেন তাঁরা। রণবীর নিজেও আছেন ধরাছোঁয়ার বাইরে। বিয়ের দাওয়াতিরাও মুখ খুলছেন না এ নিয়ে।
কাপুর পরিবারের মতো ভাট পরিবারের সদস্যরাও যেন মুখে কুলুপ এঁটেছেন। এড়িয়ে চলছেন গণমাধ্যমকে। বিয়ের প্রস্তুতি কিংবা দিনক্ষণ নিয়ে মুখ খুলছেন না তাঁরাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, বিয়ের পর ভাট নয়, আলিয়া কাপুর হতে চান তিনি।
রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫