Ajker Patrika

নদীর চর থেকে কিশোরের লাশ উদ্ধার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৬
Thumbnail image

বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীর চর থেকে বিপু মিয়া (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর আস্তাইল এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বিপু মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার রমানিকদাহ-মিয়াবাড়ি এলাকার বাবুল মিয়ার ছেলে। বিপু পড়াশোনা বা অন্য কোনো স্থায়ী কাজ করতেন না। মাঝে মাঝেই বাড়ি থেকে কাউকে কিছু না বলে ৫-১০ দিনের জন্য অন্য জায়গায় চলে যেতেন। গত ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল বিপু মিয়া।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আস্তাইল এলাকা থেকে বিপু মিয়া নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, বিপু মিয়া গত পাঁচ দিন আগে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। বিপুকে কারা হত্যা করেছে এসব বিষয়ে কারও প্রতি কোনো অভিযোগ করেননি বিপুর পরিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত