আজকের পত্রিকা ডেস্ক
পাহাড়ে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে প্রশাসনসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান। নানা সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব।’ পাহাড়ে বন ধ্বংসের কারণে পানির উৎস কমছে যাচ্ছে বলেছেন বক্তারা।
বান্দরবানের রুমায় আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন, ‘মালিকানা গাছ কাটতে একটি নির্ধারিত জায়গায় জোত পারমিট হয়ে থাকে। কিন্তু বিভিন্ন পাহাড়ে-জঙ্গলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছগুলোও কেটে নিয়ে যায় ব্যবসায়ীরা। এতে বন সম্পদ ধ্বংসের কারণে পাহাড়ে ঝিরি ঝরনায় পানি শুকিয়ে গেছে। মূলত গাছ ব্যবসার নামে এসব বনদস্যুদের বন সম্পদ উজাড়ের ফলে পাহাড়ে পানি সংকটের অন্যতম কারণ।’
প্রতিনিধিদের পাঠানো খবর:
রুমা (বান্দরবান) : বান্দরবানের রুমায় গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, রেমাক্রী-প্রাংসা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিরা বম, গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, রুমা থানার উপপরিদর্শক (এসআই) সমীর দাশ ও উপসহকারী কৃষি কর্মকর্তা ভবতোষ দাশ। সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘পাহাড়ে পানি সংরক্ষণের জন্য বন-জঙ্গল নিধন প্রতিরোধে স্থানীয়দের আগে সচেতন হতে হবে। জোত পারমিটের ব্যাপারে আরও নিখুঁতভাবে যাচাই করা হবে।’
মানিকছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মানিকছড়িতে গতকাল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে বিভিন্ন দপ্তরের প্রধান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই (রাঙামাটি) : রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভার আয়োজন করে প্রশাসন। ইউএনও মুনতাসির জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে উপজেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নানিয়ারচর: নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শোভাযাত্রা শেষে আলোচনা সভা হয়েছে। শুরুতে শোভাযাত্রা উপজেলা পরিষদের মাঠে প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভা হয়। এ সময় ইউএনও মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
বরকল: বরকলে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে গতকাল দুপুরে আলোচনা সভার আয়োজন করে প্রশাসন। ইউএনও জুয়েল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর কর্মকর্তা অনুকা খীসা। এ সময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশীদ মামুন বলেন, বরকল উপজেলায় পানির সমস্যা কতটা কষ্টের তা বলে দেখানো যায় না। এলাকার পানির সমস্যা চিহ্নিত করে এবং জনসাধারণের চাহিদা অনুযায়ী দীর্ঘ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে পানি সংকট কমে আসবে বলে তিনি মনে করেন।
সভায় প্রেসক্লাব সভাপতি শান্তিময় চাকমা বলেন, ‘বন বাঁচলে পানি বাঁচে। কিন্তু প্রতি বছর জুম কেটে পাহাড় ন্যাড়া করা হচ্ছে। যে কারণে পাহাড়ের ছড়া, ঝিরি শুকিয়ে যাচ্ছে। আর লঞ্চ স্টিমারের বর্জ্য পদার্থ পানিতে মিশিয়ে কর্ণফুলী নদীও দূষিত হচ্ছে। আর খাওয়ার অনুপযোগী হচ্ছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ‘পাহাড়ের পানি সমস্যা সীমাহীন। পানির ব্যবহার সহজলভ্য করার জন্য সরকারি প্রকল্পের মাধ্যমে ছড়া বা ঝিরি থেকে জিপিএস লাইন ব্যবহার করে পানি সরবরাহের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পানি সংকট নিরসনের জন্য সর্বদা চেষ্টা করা হচ্ছে। বনায়ন ধ্বংসের কারণে পানির উৎস কমে যাচ্ছে।’
ইউএনও বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী কাজ করা না হলেও কিছু ক্ষেত্রে প্রকল্পের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যান্ট করে বিশুদ্ধ পানির সুব্যবস্থা করা হয়েছে। গত অর্থ বছরে বাজেটের ওপর নির্ভর করে ৮টি প্রকল্প ১০ লাখ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন করা হয়।
তবে ভবিষ্যতে প্রত্যেক ওয়ার্ডে সুষম বণ্টন করে কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হবে।’
পাহাড়ে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে প্রশাসনসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান। নানা সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব।’ পাহাড়ে বন ধ্বংসের কারণে পানির উৎস কমছে যাচ্ছে বলেছেন বক্তারা।
বান্দরবানের রুমায় আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন, ‘মালিকানা গাছ কাটতে একটি নির্ধারিত জায়গায় জোত পারমিট হয়ে থাকে। কিন্তু বিভিন্ন পাহাড়ে-জঙ্গলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছগুলোও কেটে নিয়ে যায় ব্যবসায়ীরা। এতে বন সম্পদ ধ্বংসের কারণে পাহাড়ে ঝিরি ঝরনায় পানি শুকিয়ে গেছে। মূলত গাছ ব্যবসার নামে এসব বনদস্যুদের বন সম্পদ উজাড়ের ফলে পাহাড়ে পানি সংকটের অন্যতম কারণ।’
প্রতিনিধিদের পাঠানো খবর:
রুমা (বান্দরবান) : বান্দরবানের রুমায় গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, রেমাক্রী-প্রাংসা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিরা বম, গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, রুমা থানার উপপরিদর্শক (এসআই) সমীর দাশ ও উপসহকারী কৃষি কর্মকর্তা ভবতোষ দাশ। সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘পাহাড়ে পানি সংরক্ষণের জন্য বন-জঙ্গল নিধন প্রতিরোধে স্থানীয়দের আগে সচেতন হতে হবে। জোত পারমিটের ব্যাপারে আরও নিখুঁতভাবে যাচাই করা হবে।’
মানিকছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মানিকছড়িতে গতকাল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে বিভিন্ন দপ্তরের প্রধান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই (রাঙামাটি) : রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভার আয়োজন করে প্রশাসন। ইউএনও মুনতাসির জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে উপজেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নানিয়ারচর: নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শোভাযাত্রা শেষে আলোচনা সভা হয়েছে। শুরুতে শোভাযাত্রা উপজেলা পরিষদের মাঠে প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভা হয়। এ সময় ইউএনও মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
বরকল: বরকলে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে গতকাল দুপুরে আলোচনা সভার আয়োজন করে প্রশাসন। ইউএনও জুয়েল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর কর্মকর্তা অনুকা খীসা। এ সময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশীদ মামুন বলেন, বরকল উপজেলায় পানির সমস্যা কতটা কষ্টের তা বলে দেখানো যায় না। এলাকার পানির সমস্যা চিহ্নিত করে এবং জনসাধারণের চাহিদা অনুযায়ী দীর্ঘ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে পানি সংকট কমে আসবে বলে তিনি মনে করেন।
সভায় প্রেসক্লাব সভাপতি শান্তিময় চাকমা বলেন, ‘বন বাঁচলে পানি বাঁচে। কিন্তু প্রতি বছর জুম কেটে পাহাড় ন্যাড়া করা হচ্ছে। যে কারণে পাহাড়ের ছড়া, ঝিরি শুকিয়ে যাচ্ছে। আর লঞ্চ স্টিমারের বর্জ্য পদার্থ পানিতে মিশিয়ে কর্ণফুলী নদীও দূষিত হচ্ছে। আর খাওয়ার অনুপযোগী হচ্ছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ‘পাহাড়ের পানি সমস্যা সীমাহীন। পানির ব্যবহার সহজলভ্য করার জন্য সরকারি প্রকল্পের মাধ্যমে ছড়া বা ঝিরি থেকে জিপিএস লাইন ব্যবহার করে পানি সরবরাহের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পানি সংকট নিরসনের জন্য সর্বদা চেষ্টা করা হচ্ছে। বনায়ন ধ্বংসের কারণে পানির উৎস কমে যাচ্ছে।’
ইউএনও বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী কাজ করা না হলেও কিছু ক্ষেত্রে প্রকল্পের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যান্ট করে বিশুদ্ধ পানির সুব্যবস্থা করা হয়েছে। গত অর্থ বছরে বাজেটের ওপর নির্ভর করে ৮টি প্রকল্প ১০ লাখ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন করা হয়।
তবে ভবিষ্যতে প্রত্যেক ওয়ার্ডে সুষম বণ্টন করে কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হবে।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৬ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪