Ajker Patrika

নামীদামি পুরোনো গাড়ি নিয়ে পাবনায় ৯ দেশের পর্যটক

পাবনা প্রতিনিধি
নামীদামি পুরোনো গাড়ি নিয়ে পাবনায় ৯ দেশের পর্যটক

নিজেদের প্রিয় বিভিন্ন নামীদামি মডেলের পুরোনো ১৬টি গাড়ি নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসেছেন ইউরোপের নয়টি দেশের একদল পর্যটক। এসব গাড়ির কোনোটির বয়স ৮০ বছর, আবার কোনোটি ৭০ বছরের পুরোনো। তিন দিন কয়েকটি জেলা ঘুরে গত বুধবার সন্ধ্যায় তাঁরা পৌঁছান পাবনায়।

ভারত, ভুটান ভ্রমণ শেষে বাংলাদেশ ভ্রমণ করছেন বিদেশি এই পর্যটক দল। ভ্রমণকালে তাঁরা বাংলাদেশের মানুষ, প্রকৃতি, শিল্প, সংস্কৃতি ও খাবারের সঙ্গে পরিচিত হচ্ছেন। এ দেশের রূপ, রস, গন্ধে আর আতিথেয়তায় মুগ্ধ তাঁরা।

গত বুধবার সন্ধ্যার আগ মুহূর্তে শহরের অদূরে বাংলাবাজার রূপকথা ইকো রিসোর্টে দেখা যায়, এ দলে রয়েছেন মোট ৪৩ জন। সেখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাহারি রং আর নামীদামি মডেলের পুরোনো ১৪টি গাড়ি ও দুটি মোটরবাইক। আলাপকালে জানা গেল, ১ নম্বর লেখা গাড়িটির বয়স ৮৮ বছর। আর ২ নম্বর লেখা গাড়িটির বয়স ৭০ বছরের ওপরে। বয়স অনুসারে গাড়িগুলোকে এভাবে সাজানো। অথচ দেখে বোঝার উপায় নেই গাড়িগুলো এত বছরের পুরোনো।

পর্যটক দলের কো-অর্ডিনেটর মতিউর রহমান জানান, গত ২১ অক্টোবর থেকে ভারত ভ্রমণ শুরু করেন তাঁরা। তারপর ভুটান ভ্রমণ শেষে গত ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে ভ্রমণে আসেন এ পর্যটক দল। তারপর কয়েকটি জেলা ঘুরে বুধবার পাবনায় আসেন তাঁরা। নিজেদের প্রিয় ও পুরোনো গাড়ি নিজেরাই চালিয়ে তাঁরা ভ্রমণ করছেন। তাঁদের সঙ্গে রয়েছেন নয়জন সাপোর্টিং স্টাফসহ গাড়ি মেরামতের সব সরঞ্জাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত