Ajker Patrika

জয় দেখছে সিলেট, ড্রয়ের পথে দুই ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৯: ৫৩
জয় দেখছে সিলেট, ড্রয়ের পথে দুই ম্যাচ

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিজেদের দুই ম্যাচে জয়ের পথে আছে সিলেট বিভাগ। খুলনা বিভাগের বিপক্ষে ঘরের মাঠে আজ শেষ দিন সিলেটের জিততে দরকার ৯১ রান, হাতে ৭ উইকেট।

৩৭ রান নিয়ে আজ চতুর্থ দিনের গোড়াপত্তন করবেন অধিনায়ক জাকির হাসান। তাঁকে সঙ্গ দেবেন অভিজ্ঞ অলক কাপালি (৯*)।

সিলেটে আরেক ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ১১১ রানের লিড নিয়েছে ঢাকা বিভাগ। ৩ উইকেটে ৯৬ রান নিতে গতকাল তৃতীয় দিন শুরু করা রংপুর প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩২১ রানে। ফিফটি করে আউট হয়েছেন নাসির হোসেন, নাঈম ইসলাম ও আরিফুল হক। তবে আরিফুলের আক্ষেপটা সবার চেয়ে বেশি। ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি।

আজ শেষ দিনে অবিশ্বাস্য কিছু না ঘটলে ড্র-ই হবে এ ম্যাচ। কক্সবাজারে ড্রয়ের পথে রাজশাহী বিভাগ ও ঢাকা মহানগরের ম্যাচটিও। গতকাল বৃষ্টিবিঘ্নিত দিন খেলাই হয়েছে মাত্র ২৩.১ ওভার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত