Ajker Patrika

পটুয়াখালীতে প্রতীকী পদ্মা সেতু

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২২, ১০: ৪১
পটুয়াখালীতে প্রতীকী পদ্মা সেতু

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে পটুয়াখালীতে চলছে নানা প্রস্তুতি। পদ্মা সেতুর আদলে নির্মাণ করা হয়েছে ‘প্রতীকী পদ্মা সেতু’। দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। এ ছাড়া স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পটুয়াখালীতে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা যায়, পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে পটুয়াখালী জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শহরের সার্কিট হাউসসংলগ্ন পুকুরের ওপর নির্মাণ করা হয়েছে এই প্রতীকী পদ্মা সেতু। যার দৈর্ঘ্য ৩০০ ফুট ও প্রস্থ ৫ ফুট। আর এই প্রতীকী সেতু এলাকায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।

২৪, ২৫ ও ২৬ জুন তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, বর্ণিল আতশবাজি ও কনসার্ট। সব মিলিয়ে শহরজুড়ে এখন বইছে উৎসবের আনন্দ।

পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার বাসিন্দা শাহাদাত খান বলেন, ‘পৌর মেয়র ও ডিসির উদ্যোগে প্রতীকী পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। তাই আমার দুই ছেলেকে নিয়ে এই প্রতীকী সেতু দেখতে এলাম।’

পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ও ফেরিবিহীন সড়ক যাতায়াতের আনন্দে পটুয়াখালী পৌরসভা ওপেন কনসার্ট—মুক্তির উৎসবের আয়োজন করেছে।’

পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘পদ্মা সেতুর ফলে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের মৎস্য, কৃষি ও পর্যটনশিল্পে পরিবর্তন ঘটবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

ভারতের চেয়ে শুল্ক কম, ব্যবসায়ীরা সরকারকে কৃতজ্ঞতা জানাবে—আশা তৈয়্যবের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত