Ajker Patrika

নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

বাসাইল প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ৩২
নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

বাসাইলে নির্বাচনী সহিংসতায় আহত হেলাল মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার ফুলকী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হেলাল মিয়া পরিবারের অভিযোগ নির্বাচনী সহিংসতায় আহত হয়ে তিনি মারা গেছেন। অপর দিকে প্রতিপক্ষ পরাজিত প্রার্থীসহ অনেকের দাবি তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে উপজেলার ফুলকী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিয়া উত্তরপাড়া এলাকার সদস্য পদে জামাল উদ্দিন হেরে যান। নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভ ও ভোট না দেওয়ায় অভিযোগ এনে ওই দিন রাতে জামাল উদ্দিনের লোকজন বালিয়া উত্তরপাড়া এলাকার লাভলু ও হেলাল মিয়াসহ একাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় হেলাল মিয়ার স্ত্রী মিনু বেগম তাঁকে নিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নেন। তখন মিনু বেগমকেও মারধর করা হয়। এ ঘটনার তিন দিন পর গতকাল ভোরে হেলাল মিয়া বাড়িতেই মারা যান।

হেলাল মিয়ার ছেলে মামুন মিয়া বলেন, ‘নির্বাচনে হেরে জামাল উদ্দিনের লোকজন আমাদের বাড়িতে হামলা করে। এ সময় আমার মা ও বাবাকে মারধর করা হয়। মারধরের কারণে বাবা মারা গেছেন।’

এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি হেলাল মিয়া আগে থেকেই অসুস্থ ছিলেন। এর আগেও তিনি স্ট্রোক করেছিলেন। হেলাল মিয়াকে মারধর করা হয়নি। তিনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। স্বাভাবিক মৃত্যুর বিষয়টি এখন তাঁরা নির্বাচনী সহিংসতা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে ওই দিন রাতে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করা হয়।

বাড়িঘরে হামলার দায় স্বীকার করে পরাজিত প্রার্থী জামাল উদ্দিন বলেন, ‘আমার ছেলেসহ কয়েকজন কর্মী-সমর্থক বাড়িঘরে টিনের বেড়া ভাঙচুর করেছে। কিন্তু হেলাল মিয়াকে মারধর করেনি। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যু নিয়ে মিথ্যা দাবি করে খুনের দায় চাপানোর অপচেষ্টা চলছে।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, বাড়িঘরে হামলার ঘটনায় গত শুক্রবার মামলা হয়েছে। মৃত্যু নিয়ে অভিযোগ ওঠায় লাশ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য মর্গে লাশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত