Ajker Patrika

গাঁজাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪: ৪২
Thumbnail image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গাঁজাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছেন র‍্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব মিরপুর-শ্রীমঙ্গল সড়কের মিরপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী এলাকার মো. মতিউর রহমান (সুহেল) ও গাজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আহমেদ (জাহেদ)।

লে. কমান্ডার নাহিদ হাসান জানান, উদ্ধারকৃত মালামালসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের বাহুবল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে গ্রেপ্তারের পর মো. রমজান আহমেদকে (জাহেদ) গাজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবেদ হাসনাত চৌধুরী সনজু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত