Ajker Patrika

বহিষ্কৃত নেতার শুভেচ্ছা নিল জেলা আ.লীগ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১: ৫৫
বহিষ্কৃত নেতার শুভেচ্ছা নিল জেলা আ.লীগ

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুলে ইউপি নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম বিমান। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলেও তাঁর কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুসহ শীর্ষ নেতারা।

অপরদিকে সাইফুল ইসলাম বিমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহাতাব উদ্দিন সন্টুকে নিয়ে জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শাজাহানপুর থানার পরিদর্শককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সে ছবিগুলো সাইফুল ইসলাম বিমান সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

দলের বিপক্ষে অবস্থান নিয়ে নৌকা ডুবানো বহিষ্কৃত নেতার কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করায় বুকে রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছেন দলটির উপজেলা পর্যায়ের অনেক নেতা-কর্মী।

জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘সাইফুল ইসলাম বিমান আমার বাড়িতে এসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। কেউ আমার বাড়িতে এসে ফুল দিলে তাঁকে তো বের করে দিতে পারি না।’

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিকের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন বলেন, ‘বিদ্রোহী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে কেন ফুল নিলেন, সেই ব্যাখ্যা জেলা আওয়ামী লীগ দেবে।’

জানতে চাইলে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম বিমানকে জেলা কমিটি বহিষ্কার করেছে। তারাই বহিষ্কারের কাগজে স্বাক্ষর করে আমাদের হাতে পাঠিয়েছেন। বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার হয়নি। বহিষ্কার ব্যক্তির কাছ থেকে কেন ফুলেল শুভেচ্ছা নিয়েছেন, এই বিষয়টা আমার জানা নেই।’

উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আলী ইমাম বলেন, নৌকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানে আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। দল থেকে বহিষ্কার হওয়া এমন ব্যক্তির কাছ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করায় ত্যাগী নেতাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যারা বহিষ্কার করেছেন, তাঁরাই শুভেচ্ছা নিচ্ছেন।’

সাইফুল ইসলাম বিমান বলেন, তাঁকে বহিষ্কার করা হয়েছে মুখে মুখে। জেলা আওয়ামী লীগ তাঁকে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগকে চিঠি দিয়েছে। কিন্তু উপজেলা আওয়ামী লীগ এখনো তাঁকে বহিষ্কার করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত