দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার বখাটে ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় বাসিন্দারা গত শুক্রবার বানিশান্তা এলাকায় এ কর্মসূচি পালন করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ইকবাল (২৬)। গত ১ ডিসেম্বর ওই ছাত্রী নিজ বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। বেলা ১১টার দিকে ইকবাল তার পথরোধ করেন। তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে ওড়না নিয়ে টানাটানি করেন। এ ছাড়া ইকবাল তাঁর গোপন অঙ্গ প্রদর্শন করেন। ওই ছাত্রী এর প্রতিবাদ করলে ইকবাল তাকে তুলে নিয়ে অনৈতিক কাজ করার হুমকি দেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ইকবাল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ওই ছাত্রী বাড়ি ফিরে তার মায়ের কাছে এ ঘটনা বলে। ছাত্রীর মা স্থানীয় বাজারে গিয়ে ইকবালের দেখা পান। সেখানে তাঁর মেয়েকে উত্ত্যক্তকরার কারণ জানতে চান। এতে ইকবাল ক্ষুব্ধ হন। তিনি ছাত্রীর মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন।
এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গত ৭ ডিসেম্বর দাকোপ থানায় ইকবালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরদিন বানিশান্তা এলাকা থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী শুক্রবার বিকেলে মানববন্ধন ও সমাবেশ করেন। এতে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আলী খাঁ এবং তপন বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, আবুল সানা, অমৃত বিশ্বাস, আনন্দ বিশ্বাস, পাখি বেগম ও সসুমি বেগমসহ অনেক নারী-পুরুষ অংশ নেন।
খুলনার দাকোপে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার বখাটে ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় বাসিন্দারা গত শুক্রবার বানিশান্তা এলাকায় এ কর্মসূচি পালন করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ইকবাল (২৬)। গত ১ ডিসেম্বর ওই ছাত্রী নিজ বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। বেলা ১১টার দিকে ইকবাল তার পথরোধ করেন। তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে ওড়না নিয়ে টানাটানি করেন। এ ছাড়া ইকবাল তাঁর গোপন অঙ্গ প্রদর্শন করেন। ওই ছাত্রী এর প্রতিবাদ করলে ইকবাল তাকে তুলে নিয়ে অনৈতিক কাজ করার হুমকি দেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ইকবাল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ওই ছাত্রী বাড়ি ফিরে তার মায়ের কাছে এ ঘটনা বলে। ছাত্রীর মা স্থানীয় বাজারে গিয়ে ইকবালের দেখা পান। সেখানে তাঁর মেয়েকে উত্ত্যক্তকরার কারণ জানতে চান। এতে ইকবাল ক্ষুব্ধ হন। তিনি ছাত্রীর মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন।
এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গত ৭ ডিসেম্বর দাকোপ থানায় ইকবালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরদিন বানিশান্তা এলাকা থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী শুক্রবার বিকেলে মানববন্ধন ও সমাবেশ করেন। এতে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আলী খাঁ এবং তপন বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, আবুল সানা, অমৃত বিশ্বাস, আনন্দ বিশ্বাস, পাখি বেগম ও সসুমি বেগমসহ অনেক নারী-পুরুষ অংশ নেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫