জমির উদ্দিন, চট্টগ্রাম
২০২১ সালের এপ্রিল মাসের ঘটনা। দোকান থেকে বাসার দিকে যাচ্ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। পথ আটকে তাঁর দিকে গুলি চালান সম্প্রতি শিশুসহ দুজনকে গুলির ঘটনার প্রধান আসামি আরিফুল ইসলাম মানিক। পাশে থাকা চাচাতো ভাইয়ের গায়ে লাগে গুলি। ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন মিজান। মানিক ভেবেছিলেন, মিজান বাড়ির দিকেই গেছেন। তারপর দলবল নিয়ে মিজানের বাড়িতে এলোপাতাড়ি গুলি চালান। গুলিবিদ্ধ হন মিজানের মা-বাবা।
এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা করেন মিজানুরের বাবা মাহবুব আলম। প্রধান আসামি করা হয় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিককে। এই মানিকের ছত্রচ্ছায়ায় আরিফুল ইসলাম মানিক সব অপকর্ম করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলার তৃতীয় আসামি আরিফুল ইসলাম মানিক। দুই বছর পার হলেও এ ঘটনায় ধরাছোঁয়ার বাইরে থেকে যান দুই মানিক। সম্প্রতি এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। সেখানে দুজনই অব্যাহতি পান।
শুধু এই একটি ঘটনাই নয়, আরিফুল ইসলাম মানিকের হামলার শিকার হয়েছেন আরও বেশ কয়েকজন। তিনি টোকাই মানিক নামেও এলাকায় পরিচিত। ২০২০ সালে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. লোকমানকে ছুরিকাঘাত করেন মানিক। এ ঘটনায় মো. লোকমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। ২০২২ সালের জুনে মারধরের শিকার হন ইউনিয়ন যুবলীগ নেতা মো. শাহাদাত। তিনি আরিফুল ইসলাম মানিকের ভয়ে দেশ ছেড়েছেন। যুবলীগ নেতা হারুনকে ২০২১ সালে পরিষদে ঘেরাও করে মারধর করেন মানিক।
গত ২৩ এপ্রিল শিশুসহ দুজনকে গুলি করার ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আরিফুল ইসলাম মানিক। তাঁর সম্পর্কে খোঁজ নিতে গিয়ে ভয়ংকর সব তথ্য পাওয়া গেছে। তাঁর উত্থান মূলত এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের হাত ধরে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন নজরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মানিককে আমি ছাত্রলীগের হিসেবে চিনি। নদভীর (সংসদ সদস্য) সঙ্গে তাঁর ওঠবস।’
এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামের মদিনানগর এলাকায় গত ২৩ এপ্রিল গুলিবিদ্ধ হন স্থানীয় এস এম কামরুল ইসলাম এবং ৫ বছর বয়সী শিশু মো. রাফি। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এতে প্রধান আসামি করা হয় আরিফুল ইসলাম মানিককে।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘শিশুসহ দুজনকে গুলিবিদ্ধের ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলাম মানিকের অস্ত্র উদ্ধার করা যায়নি। আমরা তাঁর অস্ত্র উদ্ধারে অভিযানে সচেষ্ট আছি। সাতকানিয়ায় কেউ অন্যায় করে পার পাবে না।’
২০২১ সালের এপ্রিল মাসের ঘটনা। দোকান থেকে বাসার দিকে যাচ্ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। পথ আটকে তাঁর দিকে গুলি চালান সম্প্রতি শিশুসহ দুজনকে গুলির ঘটনার প্রধান আসামি আরিফুল ইসলাম মানিক। পাশে থাকা চাচাতো ভাইয়ের গায়ে লাগে গুলি। ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন মিজান। মানিক ভেবেছিলেন, মিজান বাড়ির দিকেই গেছেন। তারপর দলবল নিয়ে মিজানের বাড়িতে এলোপাতাড়ি গুলি চালান। গুলিবিদ্ধ হন মিজানের মা-বাবা।
এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা করেন মিজানুরের বাবা মাহবুব আলম। প্রধান আসামি করা হয় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিককে। এই মানিকের ছত্রচ্ছায়ায় আরিফুল ইসলাম মানিক সব অপকর্ম করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলার তৃতীয় আসামি আরিফুল ইসলাম মানিক। দুই বছর পার হলেও এ ঘটনায় ধরাছোঁয়ার বাইরে থেকে যান দুই মানিক। সম্প্রতি এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। সেখানে দুজনই অব্যাহতি পান।
শুধু এই একটি ঘটনাই নয়, আরিফুল ইসলাম মানিকের হামলার শিকার হয়েছেন আরও বেশ কয়েকজন। তিনি টোকাই মানিক নামেও এলাকায় পরিচিত। ২০২০ সালে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. লোকমানকে ছুরিকাঘাত করেন মানিক। এ ঘটনায় মো. লোকমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। ২০২২ সালের জুনে মারধরের শিকার হন ইউনিয়ন যুবলীগ নেতা মো. শাহাদাত। তিনি আরিফুল ইসলাম মানিকের ভয়ে দেশ ছেড়েছেন। যুবলীগ নেতা হারুনকে ২০২১ সালে পরিষদে ঘেরাও করে মারধর করেন মানিক।
গত ২৩ এপ্রিল শিশুসহ দুজনকে গুলি করার ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আরিফুল ইসলাম মানিক। তাঁর সম্পর্কে খোঁজ নিতে গিয়ে ভয়ংকর সব তথ্য পাওয়া গেছে। তাঁর উত্থান মূলত এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের হাত ধরে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন নজরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মানিককে আমি ছাত্রলীগের হিসেবে চিনি। নদভীর (সংসদ সদস্য) সঙ্গে তাঁর ওঠবস।’
এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামের মদিনানগর এলাকায় গত ২৩ এপ্রিল গুলিবিদ্ধ হন স্থানীয় এস এম কামরুল ইসলাম এবং ৫ বছর বয়সী শিশু মো. রাফি। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এতে প্রধান আসামি করা হয় আরিফুল ইসলাম মানিককে।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘শিশুসহ দুজনকে গুলিবিদ্ধের ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলাম মানিকের অস্ত্র উদ্ধার করা যায়নি। আমরা তাঁর অস্ত্র উদ্ধারে অভিযানে সচেষ্ট আছি। সাতকানিয়ায় কেউ অন্যায় করে পার পাবে না।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪